যশোর আজ রবিবার , ১১ মে ২০২৫ ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চমেকে শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Jashore Post
মে ১১, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চমেকে শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স ম জিয়াউর রহমান :: চমেক বৌদ্ধ ছাত্র সংসদ,বৌদ্ধ চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের যৌথ উদ্যোগে ( ১০ মে ) শনিবার সকালে কলেজের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানমালার শুরুতে কলেজের নিউ একাডেমিক ভবন থেকে একটি শান্তি শোভাযাত্রা বের করা হয়। ছাত্র-ছাত্রী, শিক্ষক, চিকিৎসক,নার্স,কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে শোভাযাত্রাটি চমেক ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চমেক ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহবায়ক ডা. মনোজ কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ইউএসটিসির প্রাক্তন উপাচার্য, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জসিম উদ্দিন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ তসলিম উদ্দিন, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আবদুর রব।

মুখ্য আলোচক ছিলেন মোগলটুলী শ্মশানভূমি শাক্যমুনি বুদ্ধ বিহারের মহাপরিচালক শ্রদ্ধেয় ভদন্ত তিলোকাবংশ মহাথেরো৷ স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রিপন কুমার বড়ুয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ফিজিওলোজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. দেবযানী বড়ুয়া, চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষক বাবু বিশ্বজিৎ বড়ুয়া এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ বৌদ্ধ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৌমেন বড়ুয়া।

মেডিকেল কলেজের শিক্ষার্থী সৌরভ লাবণ্য বড়ুয়া ও ধানসিঁড়ি বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসীম কুমার বড়ুয়া,আই.এ.এইচ.এস এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রমা বড়ুয়া, কক্সবাজার মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অনুপম বড়ুয়া, সাউদার্ন মেডিকেল কলেজের এনেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কল্যাণ কুমার বড়ুয়া, ডাঃ ভাগ্যধন বড়ুয়া, ডাঃ বসুবন্ধু বড়ুয়া, ডাঃ প্রীতিশ বড়ুয়া, ডাঃ প্রীতি বড়ুয়া।

সর্বশেষ - সারাদেশ