শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণাই বাকি ছিল। বিকেল পাঁচটায় বিসিবি পরিচালনা পরিষদের ভোটগ্রহণ শেষ না হতেই ‘পাপন-ক্রিকেট’স্লোগানে স্লোগানে মুখরিত ছিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণ। সমর্থকদের বাঁধভাঙা উল্লাসে বোঝা যাচ্ছিল নাজমুল হাসান পাপন আরো ৪ বছর বিসিবির পরিচালনা পরিষদে আসতে যাচ্ছেন।
বুধবার ( ৬ অক্টোবর ) রাত সাড়ে সাতটায় বিসিবি নির্বাচনের রিটার্নিং অফিসার আলী রেজা যখন অনানুষ্ঠানিক ফল ঘোষণা করলেন, ‘নাজমুল হাসান যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ৫৩ ভোট পেয়েছেন’ তখন মিরপুর যেন হয়ে উঠে রাজনৈতিক কোনো সমাবেশ।
‘জয় বাংলা’ স্লোগানে মেতে ওঠে হোম অব ক্রিকেট। সঙ্গে কারো কারো মুখে ছিল,‘বিসিবির মাটি, পাপন ভাইয়ের ঘাটি’ এই স্লোগানও। এরপর একের পর এক বিজয়ীর নাম ঘোষণা করে যাচ্ছিলেন রিটার্নিং অফিসার। বিজয়ীদের সমর্থকরা উন্মাতাল হয়ে উঠেন।
১৭১ কাউন্সিলর চার বছরের জন্য বেছে নিয়েছেন ২৩ পরিচালক। বাকি দুই পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। সব মিলিয়ে ২৫ পরিচালকের মধ্যে ১৯ জনই পুননির্বাচিত হয়েছেন। পরিচালনা পরিষদে নতুন মুখ ৬ জন।
সবশেষ পরিচালনা পরিষদ থেকে এবার ভোটে বিজয়ী হয়ে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন (৫৩), এনায়েত হোসেন সিরাজ (৫৩), গাজী গোলাম মর্তুজা (৫৩), নজিব আহমেদ (৫১), মাহবুব উল আনাম (৪৭), ইসমাইল হায়দার মল্লিক (৫২), মনজুর কাদের (৪৯), খালেদ মাহমুদ সুজন (৩৭), নাঈমুর রহমান দূর্জয় (১৭) ও সাইফুল আলম চৌধুরী স্বপন (৭)।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় পরিচালক হয়েছেন সিলেট থেকে শফিউল আলম চৌধুরী, চট্টগ্রাম থেকে আকরাম খান ও আ জ ম নাসির, খুলনা থেকে শেখ সোহেল ও কাজী ইনাম আহমেদ, বরিশাল থেকে আলমগীর খান ও রংপুর থেকে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম এবং জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস।
পরিচালনা পরিষদে নতুন মুখ ওবেদ নিজাম (৫১), সালাহ উদ্দিন চৌধুরী (৪৯), ফাহিম সিনহা (৫০), ইফতেখার রহমান (৫০), মনজুর আলম (৪৬) ও তানভীর আহমেদ টিটু (১৭)।
তিনটি ক্যাটাগরিতেই নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগ থেকে নির্বাচন প্রার্থী হয়েছিলেন সৈয়দ আশফাকুল ইসলাম ও মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার খালিদ হোসেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তাদের ব্যালটে কোনো ভোট পড়েনি।
রাজশাহী বিভাগ থেকে খালেদ মাসুদ পাইলট নির্বাচন করলেও ৯ ভোটের মাত্র দুটি পেয়েছেন। ক্লাব ক্যাটাগরি থেকে ভোটে হেরেছেন মাসুদুজ্জামান (৫), সাইফুল ইসলাম ভূঁইয়া (১০), মোহাম্মদ আব্দুর রহমান (৬) ও রফিকুল ইসলাম ( ১০)।
ক্যাটাগরি ৩ থেকে নির্বাচিত হওয়া খালেদ মাহমুদ সুজনের প্রতিদ্বন্দ্বী ছিলেন নাজমুল আবেদীন ফাহিম। ৪৩ ভোটের মধ্যে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন খালেদ মাহমুদ। সাকিব-মুশফিকদের ক্রিকেট গুরু নাজমুল আবেদীনের ব্যালটে ভোট পড়েছে মাত্র ৩টি।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে সেদিকে মনোযোগ নেই কারো। বেসরকারিভাবে যে ফলাফল ঘোষণা হয়েছে তাতেই খুশি নির্বাচিতরা। নাজমুল হাসান পাপন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন,‘৯৯ শতাংশ ভোটে নির্বাচিত হওয়ায় বেশ খুশি।
নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ছিল।’ পরাজয়েও বিব্রত নন নাজমুল আবেদীন,‘মাত্র ৩ ভোট পেলেও আমি ব্রিবত নই।’ নাঈমুর রহমান দূর্জয় পুনরায় নির্বাচিত হয়ে বলেছেন,‘আউট অব বক্স কাজ করতে চাই।
২৫ পরিচালক ভোট দিয়ে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত করবেন। সভাপতি হিসেবে পরিচালকদের একমাত্র পছন্দ নাজমুল হাসান-ই। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। টানা চতুর্থবার দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি।
আগের তিন মেয়াদে একবার সরকারের মনোনয়নে ও দুইবার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন। এবার ভোটে দাঁড়িয়ে, সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির হট চেয়ারে বসতে যাচ্ছেন এই ক্রীড়া সংগঠক। নতুন মেয়াদে নিশ্চিতভাবেই তার সামনে নতুন চ্যালেঞ্জ। সামনের পথটুকুতে তিনি কতটা সফল হতে পারেন তা সময়ই বলে দেবে।