স ম জিয়াউর রহমান :: চট্টগ্রামের মেয়ে মুমতাহিনা করিম মীমের অপূর্ব সাফল্য। তাঁর অপেক্ষায় ছিল যুক্তরাষ্ট্রের ২৫টি বিশ্ববিদ্যালয়। জানা যায়, প্রতিষ্ঠানগুলোর সব বৃত্তি মিলিয়ে তিনি প্রস্তাব পেয়েছেন প্রায় ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার বৃত্তির— বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৬ কোটি টাকা।
যদিও তিনি ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের নামকরা হেনড্রিক্স কলেজে।যেখানে তিনি পেয়েছেন ফুল-রাইড হেইস মেমোরিয়াল স্কলারশিপ। প্রতিবছর এই সম্মাননা পান পৃথিবীর মাত্র চারজন। চলতি বছর বাংলাদেশ থেকে পেয়েছেন মুমতাহিনা করিম মীম। এখানে তিনি চার বছরে পাবেন আড়াই কোটি টাকার বৃত্তি।
মীমের জন্ম রাঙ্গুনিয়ায় হলেও বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কাপাসগোলা মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন মীম।
স্কুলে পড়াকালীন সময় থেকে কোডিং শুরু করেন এবং করোনাকালীন সময়ে রোবোটিক্স শেখা। বানিয়েছে একটি আরসি রোবট, যা খাবার পরিবেশন করতে পারতো। একটি স্মার্ট ডাস্টবিন যা স্বয়ংক্রিয়ভাবে বর্জ্য সংগ্রহ করতো, আর এমন কিছু রোবট যা নির্দিষ্ট সংকেত পেলে হাত নাড়াতে পারতো।