সর্বশেষ খবরঃ

বিশ্বকাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারালো ভারত

বিশ্বকাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারালো ভারত
বিশ্বকাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারালো ভারত

জাসপ্রীত বুমরাহ-কুলদীপ যাদবদের দুর্দান্ত বোলিংয়ের পর রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে চিড়েচ্যাপ্টা হয় পাকিস্তান।টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। তাড়া করতে নেমে ১১৭ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিশ্চিত করে ভারত।

শ্রেয়স আইয়্যার ৫৩ ও লোকেশ রাহুল ১৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। টানা তিন ম্যাচে প্রত্যেকটিতে জিতেছে রোহিতে দল। অন্যদিকে দুই জয়ের পর তৃতীয় ম্যাচে বাবরের দল হারের তিক্ত স্বাদ পেলো।

এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ৮ বারের দেখায় প্রত্যেকবার ভারতের কাছে হেরেছে পাকিস্তান। একই কীর্তি পাকিস্তানের রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। তারা ৮ বারই হারিয়েছে শ্রীলঙ্কাকে।

বোলাররা ভারতের জয়ের পথটা মসৃণ করে দিয়েছেন। সেই পথে রোহিত চালিয়েছেন বুলডোজার। শুভমান গিল ডেঙ্গু থেকে ফিরে প্রথম বলে চার দিয়ে শুরু করেছিলেন কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। ১১ বলে ১৬ রান করে গিল সাজঘরে ফিরলেও হিটম্যান রোহিতের পাওয়ার হিটিং চলতে থাকে। জয় থেকে ভারত যখন ৩৬ রান দূরে তখন তিনি ফেরেন ৮৬ রানে।

১৪ রানের জন্য চলতি বিশ্বকাপে পাননি টানা দ্বিতীয় সেঞ্চুরি। মাত্র ৬৩ বলে ৬টি করে চার-ছয়ে এই রান করেন রোহিত। সঙ্গে বিশ্বকাপে তৃতীয়বারের মতো তৃতীয় ব্যাটার হিসেবে ইনিংসে ৫টির বেশি ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন। মাঝে কোহলি খেলেন ১৬ রানের ইনিংস।

স্কোরবোর্ডে পুঁজি ছিল না পাকিস্তানি বোলারদের লড়াই করার মতো। ৬ ওভারে ৩৬ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন শাহিন আফ্রিদি। ১টি উইকেট নেন হাসান আলী।

এর আগে আব্দুল্লাহ শফিক-ইমাম উল হকের ব্যাটে দারুণ শুরু করে পাকিস্তান। ইমাম ৩৬ ও শফিক ২০ রান করেন। দুই ওপেনার ৭৩ রানে সাজঘরে ফিরলে শুরু হয় বাবর-রিজওয়ানের জুটির লড়াই। বাবরকে দেখাচ্ছিল সাবলীল, সঙ্গে রিজওয়ানও খেলছিলেন ভয়ডরহীন ক্রিকেট। দুজনের জুটি থেকে ১০৩ বলে আসে ৮২ রান।

বাবর ফিফটির পরেই ফেরেন বোল্ড হয়ে। ৫৮ বলে ৭টি চারে এই রান করেন তিনি। তার আউটের পর রিজওয়ানও ফিরলে ধস নামে পাকিস্তানের ইনিংসে। মাত্র ১৬ রানে হারিয়ে ফেলে পাঁচ উইকেট। রিজওয়ানের ব্যাট থেকে আসে ৪৯ রান।

সেই ধাক্কা সামলাতে না পেরে মাত্র ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। ভারতের পাঁচ বোলার বুমরাহ, সিরাজ, পান্ডিয়া, যাদব ও জাদেজা প্রত্যেকে নেন ২টি করে উইকেট।

বিশ্বকাপে এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইকে ঘিরে মহা-আয়োজন করেছিল আয়োজক বোর্ড বিসিসিআই। ম্যাচের আগে আরজিৎ সিংয়ের মিউজিক্যাল পারফরম্যান্স থেকে শুরু করে ভারতের সংস্কৃতি অঙ্গনের তারকাদেরও আমন্ত্রণ জানিয়েছিল।

উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও। কিন্তু এমন আয়োজনে দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই যেন শুধু কাগজে-কলমে রয়ে গেছে। একপেশে ম্যাচে একচেটিয়াভাবে জিতে নেয় ভারত।

আরো খবর

ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন
সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন
জাম্বুরী পার্কে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
জাম্বুরী পার্কে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
যশোরে সরকারি সার আত্মসাতের
যশোরে সরকারি সার আত্মসাতের ঘটনায় গ্রেফতার-৩
ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প