যশোরের শার্শা সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ মোঃ হাসানুজ্জামান ( ২২) নামের একটি স্বর্ণপাচারকারী গ্রেফতার করেছে।সে শার্শা উপজেলার পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
মঙ্গলবার ( ২আগস্ট ) কায়বা বিওপির সদস্যরা বালুন্ডা টু জামতলা সড়কে অভিযান চালিয়ে স্বর্ণপাচারকারীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ হতে ১ কেজি ১০৮ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার হয়।
কায়বা বিওপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল শার্শা থানাধীন টেংড়া গ্রামস্থ বালুন্ডা হতে জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় নামক স্থানে তল্লাশি অভিযান চালিয়ে ১.১০৮ কেজি ওজনের ( ১০০ ভরি ) ১০টি স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ হাসানুজ্জামান নামের ঐ স্বর্ণপাচারকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক সিজার মুল্য ৮৪ লাখ ৫০ হাজার টাকা বলে আরো জানান।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তানভীর রহমান স্বর্ণসহ পাচারকারী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতকে আইনাণুগ প্রক্রিয়ায় শার্শা থানায় সোপার্দসহ উদ্ধারকৃত স্বর্ণের বার ও মোটর সাইকেল শার্শা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করা হয়েছে।