সাহিদুল ইসলাম শাহীন:: যশোরের শার্শা সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে ১০পিস স্বর্ণেরবারসহ হাবিবুর রহমান (২৯) ও আক্তারুল ইসলাম (২৫)নামের দুই পাচারকারীকে গ্রেফতার হয়েছে।
বুধবার ( ৭ সেপ্টেম্বর )দুপুরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদেরকে আটক করেন।
হাবিবুর রহমান বেনাপোলপোর্টথানার অন্তর্গত রমজান আলীর ছেলে ও আক্তারুল একি গ্রামের আবু বক্করের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ইছাপুর গ্রামের খালপাড় জামে মসজিদের এর সামনে কাঁচা রাস্তার উপর হতে মোটর সাইকেল থামিয়ে ঐ দুই স্বর্ণপাচারকারীকে আটক করে বিজিবি।
এসময় তাদের দেহ তল্লাশী চালালে জিন্সপেন্টের পকেটের মধ্যে কসটেপে পেচানো অবস্থায়১০টি স্বর্ণেরবার উদ্ধার হয়। যাহার ওজন ১.১১৬কেজি ও বাজার মূল্য ৮৬ লাখ ২০ হাজার টাকা মাত্র।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান স্বর্ণ উদ্ধার ও ২ পাচারকারী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দের প্রস্তুতি চলছে।