স্টাফ রিপোর্টার :: যশোর বিকেএসপির জিমন্যাস্টিক বিভাগের চিফ কোচ মর্জিনা বেগমের বিরুদ্ধে অশালীন ভাষা প্রয়োগ, সবার থেকে আলাদা করে রাখা,পারিবারিক কথা তুলে তিরস্কার করে রুক্ষ মেজাজে ট্রেনিং করানোসহ মানসিক চাপে রাখারমত নির্যাতন মূলক কর্মকান্ডের অভিযোগ তেুলেছেন শিক্ষার্থী সুরাইয়া শিকদার এশা।
সোহাগ রুবেল প্রেরিত,খবির শিকদার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গন্যমাধ্যমকর্মীদের অভিযোগের বিষয়টি নিশ্চিত করা হয়।
পারিবারিক সূত্রের দেওয়া তথ্য মতে সাধারণ পরিবারে জন্ম গ্রহণ করেও নিজ যোগ্যতায় তৃনমুল পর্যায়ের জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের সকল পরীক্ষায়উত্তীর্ণ হয়ে যশোর সদর উপজেলার খবির শিকদারের ছোট মেয়ে সুরাইয়া শিকদারএশা ( জিম-১৭৯) ২০২০ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি হয়।
ভর্তির পর থেকেজিমন্যাস্টিক বিভাগের বিভাগীয় প্রধান মর্জিনা বেগমেরতত্তাবাধনে টানা তিন বছর কৃতিত্বের সাথেঅনুশীলন করে আসছিল। কিন্তু অশালীন ভাষা প্রয়োগ, সবার থেকে আলাদা করে রাখা, পারিবারিক কথা তুলে তিরস্কার করে রুক্ষ মেজাজে ট্রেনিং করানো শুরু করলে এশা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে এবংবড় ধরনের দুইবার ইনজুরির শিকার হয়ে পিছিয়ে পড়লে তাকে বিকেএসপিতেথেকে বের করার জন্যউঠে পড়ে লাগে।
এ বিষয়ে এশার অভিভাবক খবির শিকদারের সাথে কথা বললে তিনি বলেন, ২০২৩ সালের শেষের দিকে আমি অভিভাবক সমাবেশের শেষে জিমন্যাস্টিক বিভাগের অন্যতম কোচকালাম স্যারের সাথে নারী শিক্ষার্থীদের অগ্রগতিবিষয়ে মৌখিক আলাপ করি এবং এটা বলি ছেলেদের প্রশিক্ষণের চেয়ে মেয়েরা মনে হয় অনেকটা পিছিয়ে।
পরবর্তীতে এই কথা ম্যাম এর কাছে গেলে এটা ভুল ভাবে গ্রহণ করেন এবং তারপর থেকে আমার মেয়ের উপর ব্যক্তিগত আক্রমণ শুরু করে। অশালীন ভাষা প্রয়োগ, সবার থেকে আলাদা করে রাখা, পারিবারিক কথা তুলে তিরস্কার করে রুক্ষ মেজাজে ট্রেনিং করানো শুরু করে যা ছিল তার অপেশাদারিত্বের পরিচয়। তারপর থেকে আমার মেয়ে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে এমনকি বড় ধরনের দুইবার ইনজুরির শিকার হয়।
তার এ ধরনের আচরণ শুধুমাত্রআমার মেয়ের সাথে নয় অন্যান্যমেয়েদের সাথেও করে থাকে। আমি নিজ উদ্যোগে জিমন্যাস্টিক বিভাগের অন্যান্যশিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলি এবং একই ধরনের অভিযোগ পাই। এরপর আমি একদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দেই এই ঘটনা কে কেন্দ্র করে।
আমার সেইফেসবুক স্ট্যাটাসকেকেন্দ্র করে মর্জিনা বেগম ম্যাম আমাকে একদিন মোবাইল ফোনে কথা বলে কারন জানতে চাই এবং আমাকে বলে আমি ডিজি মহোদয়ের সামনে বসে কথা বলছি। তারপর আমার মেয়েকে সে তার কাছে ডেকে নিয়ে হুমকি ধামকিদিয়ে কথা বলে এবং আমার ফেসবুক স্ট্যাটাস ডিলিট করার জন্য চাপ প্রয়োগ করে।
তারপর সে নিজেকে সেইভ করার জন্য আমার মেয়েকে দিয়ে একটা পজেটিভ স্টেটমেন্ট লিখিয়ে নেয়। পরবর্তীতে বিস্তারিত সবকিছু জানতে পেরে আমার মেয়ে রাত ১১ টায় অসুস্থ হয়ে যায় এবং তাকে মেডিকেলে ভর্তি করে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়। একজন শিক্ষার্থী এতটা অসুস্থ হলেও তার অভিভাবককে অফিশিয়ালি কিছুই জানানো হয় না।
আনফিসিয়ালি সংবাদ পাবার পরআমি ছুটির জন্য মর্জিনা বেগম ম্যাডামের কাছে মৌখিকভাবে আবেদন করিতিনি হাউজ মাস্টারের সাথে কথা বলতেবলেন এবং বলেন এটা তার একতিয়ারের বাইরে।অসুস্থ সন্তানের বাবা হয়ে সেই সময় আমি নিজে অনেক অসহায় হয়ে যায় এবং শেষ পর্যন্ত ছুটি পেতে ব্যর্থ হই। তিনি আরও বলেন সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানের কোচ ম্যানেজমেন্টের কাছ থেকে আমরা কখনই এমনটা আশা করি নাই।
গত ১৩ সেপ্টেম্বর মাসে ঘটিত অভিভাবক সমাবেশে ( পিটিএম ) আমি মর্জিনা বেগম ম্যাডামের সাথে সামনা সামনি কথা বলার অনেকইচ্ছা ছিল কিন্তু সেই সমাবেশে তিনি অনুপস্থিতছিলেন। কেন ছিলেন জানিনা। এতে করে তার সাথে আমার মেয়ের মধ্যকার ক্ষোভ অমীমাংসিত থেকে যাই যার ফলে সর্বশেষ গেইম পরীক্ষাতে আমার মেয়ে ( সি-গ্রেড) অর্জন করে এক মাত্র শিক্ষার্থী হিসেবে।
আমার মেয়েকে বিকেএসপি পরিত্যাগে বাধ্য করার সকল ষড়যন্ত্র সমাপ্ত করেছেন তিনি যা ছিল শুধুমাত্র তার ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ। একটা নিন্ম মধ্যবিত্ত পরিবারের পক্ষে পাঁচ বছর পর এমন সিদ্ধান্ত মেনে নেওয়াটা খুবই বেদনাদায়ক। আর তাই তিনি মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সঠিক বিচারের জন্য কর্তৃপক্ষসহ সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
অভিযোগ বিষয়ে অভিযুক্ত কোচ ও প্রতিষ্ঠানটির উর্দ্ধতণদের সাথে সাক্ষাৎ এর চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না পাওয়ায় তাদের বক্তব্য জানা যাইনী।