সর্বশেষ খবরঃ

বিকেএসপির কর্মকর্তারদের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

বিকেএসপির কর্মকর্তারদের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
বিকেএসপির কর্মকর্তারদের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

খবির শিকদার :: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের জিমনাস্টিক বিভাগের চিফ কোচের মর্জিনা বেগম ও পরিচালক প্রশিক্ষণ কর্নেল মিজানুর রহমানের পদত্যাগের দাবিতে ২৬ অক্টোবর শনিবার সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জিমনাস্টিক বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দাবি করে জিমনাস্টিক বিভাগের প্রধান কোচ মর্জিনা বেগম একজন অর্থলোভী এবং অদক্ষ কোচ। দুর্নীতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা এবং অনিয়ম করে জিমন্যাস্টিক বিভাগ থেকে শিক্ষার্থী ছাটাই করার অভিযোগ করেন বক্তারা।

শিক্ষার্থীদের পারিবারিক অবস্থা খারাপ হলে সেটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে মানসিক নির্যাতনের অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকেরা। রাজনৈতিক প্রভাব ও নিজের ব্যাক্তিগত বলয় সৃষ্টি করেছেন তিনি। এছাড়া সংস্থার আরেকজন কর্মকর্তা কর্নেল মিজানুর রহমান তাকে সার্বিকভাবে সহযোগিতা করে বলে অভিযোগ করেন তারা।

জিমনাস্টিক বিভাগের একজন ভুক্তভোগ শিক্ষার্থী সুরারাইয়া শিকদার এশা তার বাবা দাবি করেন তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে। প্রধান কোচ মর্জিনা বেগমের ব্যক্তিগত আক্রোশের শিকার হয়ে তার মেয়েকে জিমনাস্টিক বিভাগ থেকে ছাটাই করার নোটিশ ফেসবুকের মাধ্যমে জানানো হয়েছে। তিনি এই নোটিশ অস্বীকার করেন এবং তা ব্যক্তিগত আক্রোশ বলে দাবি করেন।

তিনি বলেন, এর আগে ডিজি মহোদয় বরাবর লিখিত অভিযোগ করলেও মর্জিনা বেগমের বিরুদ্ধে কোন আইনগত ব্যাবস্থা বিকেএসপির গ্রহণ করে নাই। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দিনের পর দিন তিনি অনিয়ম করে যাচ্ছেন বলে দাবি করেন তিনি।

অন্যান্য বক্তারা বলেন পরিচালক কর্নেল মিজানুর রহমানের বিরুদ্ধে অর্থ দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে এবং যথোপযুক্ত প্রমাণ আছে বলে তারা দাবি করে। অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে এই দুই কর্মকর্তাকে অপসারণ করার দাবি করে তোলেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন,সামিউল ইসলাম ( বক্সিং ৯৯), খবির শিকদার – অভিভাবক, জর্জিস আনোয়ার নাইস( কারাতে-১০৫), রিদওয়ানুল হাসান ( অ্যাথলেটিক্স ৫১৬৫), রাশেদুল ইসলাম – কোচ (টেনিস ৩৫), সিয়াম হোসেন দেশ (কারাতে ৩৬) মো: নুর হাবিব তুষার (কারাতে-৩৬), রামিম হোসেন (হকি-৩৪৮), সুরাইয়া শিকদার ইলা ( জুডো ), মিলন হোসেন ( ৪র্থ শ্রেনি কর্মচারী ), রিফাত হোসেন ( ভলি-২৫), ফয়সাল আহাম্মেদ ( সাতার-২১), আসিফ আলি ( করাতে-২০), তবিব এ নূর ( হকি-৮৭), তন্ময় আলী ( জুডো-১৯), মোঃ শামসুদ্দোহা সৌরভ ( জুডো-৩০) এছাড়া সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরো খবর

জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে প্রায়১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
গোবিন্দগঞ্জে প্রায় ১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকির আলগীতে কারেন্ট জালসহ আটক-২
দুমকির আলগীতে কারেন্ট জালসহ আটক-২
প্রতিবন্ধী রবিউল ইসলামের কাঁধে আরেক বোঝা প্রতিবন্ধী কন্যা
প্রতিবন্ধী রবিউল ইসলামের কাঁধে আরেক বোঝা প্রতিবন্ধী কন্যা
হাজার প্রদীপ জ্বেলে ও আকাশে ফানুস উড়িয়ে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা
খাগড়াছড়িতে হাজার প্রদীপ জ্বেলে ও আকাশে ফানুস উড়িয়ে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা