যশোর আজ বুধবার , ২৭ জুলাই ২০২২ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বাগেরহাটে র‌্যাবের হাতে প্রতারক গ্রেফতার

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২৭, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ
বাগেরহাটে র‌্যাবের হাতে প্রতারক গ্রেফতার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বাগেরহাট প্রতিনিধি :: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের অভিযানে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ অর্থ হাতিয়ে নেওয়া সোহাগ সিকদার ( ৩২) নামের এক প্রতারক গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার ( ২৬ জুলাই ) খানজাহান আলী মাজার গেইটের সামনে অভিযান চালিয়ে ঐ প্রতারককে আটক করে র‌্যাব।

র‌্যাব-৬ এর দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়, বাগেরহাট জেলায় এক ব্যাক্তি দীর্ঘদীন যাবৎ সাধারন মানুষের নিকট হতে বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।এ সংক্রান্তে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্দ শুরু করে ঐ ব্যাক্তিকে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার সদর থানাধীন এলাকায় সদর কোম্পানীর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সোহাগ সিকদার নামের প্রতারককে গ্রেফতার করেন। এ সময় তার নিকট হতে চুক্তিতকৃত স্ট্যম্প,চেক,মানি রিসিভ,ভূয়া ভিসা ও মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃতকে বাগেরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা গেছে।

সর্বশেষ - লাইফস্টাইল