মোঃ মিরাজুল শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:: বাগেরহাটের মোরেলগঞ্জে কোহিনুর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শিশুদের জন্য পবিত্র আল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী,শীতবস্ত্র বিতরণ এবং তেলিগাতী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের ৬ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৪ ও ২৫শে অক্টোবর সংস্থার উপদেষ্টা শেখ মোক্তার আলীর পরিচালনায় এবং সংস্থার সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক গাজী মোঃ আক্কাস আলীর সভাপতিত্বে চোমরা স্কুলে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং তেলিগাতী ইউনিয়নের বারেবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোরশেদা আক্তার।
সমাপনী দিনে কোরআন তেলাওয়াত প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ ছাড়াও সংস্হার পক্ষ থেকে ৪০০ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সাথে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য ও সাধারন সদস্যদেরকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথির ভাষণে মোরশেদা আক্তার এই ধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং সংস্থাটির সভাপতি ভবিষ্যতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost