
স ম জিয়াউর রহমান:: বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক ) চট্টগ্রাম উত্তর জেলা সাংসদের সকল নেতৃবৃন্দ আজ ১৬ আগষ্ট শনিবার শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বিশ্বশান্তি ও দেশমাতৃকার শুভ কল্যানে মঙ্গল শোভাযাত্রায় বাগীশিক চট্টগ্রাম উওর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশীষ চৌধুরী এবং সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সকল কর্মকর্তা মহাসমারোহে অংশগ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন মাষ্টার অজিত কুমার শীল, রতন কান্তি দাশ, মাষ্টার শিবু কুমার দাশ, টিটু কুমার দে, পরিমল দাশ, ত্রিদীপ সাহা, উজ্জ্বল ভৌমিক, পরীক্ষিৎ দাশ, শংকর চৌধুরী, অনিল নাথ, রিপন নিয়োগী, সুমন দেবনাথ, টুম্পা দে, পাপড়ি দাশ, আরাধ্য দে, অর্ক সাহা, অভ্র চৌধুরী, অন্নপূর্ণা দাশ প্রমূখ।
বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের আওতাধীন উপজেলা ও ইউনিয়ন সংসদ সমূহ স্ব স্ব উপজেলায় আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।