যশোর আজ মঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১ ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বাঁগআচড়া ইউনিয়নে শেষ মূহুর্তে জমজমাট নির্বাচনী প্রচার-প্রচারণা

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ২৩, ২০২১ ৭:০৩ অপরাহ্ণ
বাঁগআচড়া ইউনিয়নে শেষ মূহুর্তে জমজমাট নির্বাচনী প্রচার-প্রচারণা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

শার্শা প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার আলোচিত বাঁগআচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন আগামী রবিবার।শেষ মূহুর্তের জমজমাট নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যাস্ত বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়াম্যান ইলিয়াস কবির বকুল ও আনারস প্রতীকের সতন্ত্র প্রার্থী আব্দুল খালেক।

ইতিমধ্যেই ইউনিয়নটিতে একাধিক নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১জন নিহত সহ ২০-৩০জনের মত আহত হয়েছেন যার জেরে থানায় মামলা সহ পাল্টা-পাল্টি অভিযোগও হয়েছে।যশোর জেলা পুলিশের নির্দেশনায় শার্শা থানা পুলিশের তৎপরতায় বর্তমানে ইউনিয়নটির নির্বাচনী পরিবেশ শান্ত। উৎসব মুখর পরিবেশেই নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীই এলাকাজুড়ে তাদের নিজ নিজ প্রচার-প্রচারণা চালাচ্ছে।

সর্বশেষ উপজেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করছে ৩জন। ইউনিয়নটির কয়েকটি গ্রাম ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়,২৮নভেম্বরের নির্বাচনে ভোট যুদ্ধ চলবে মূলত নৌকা বনাম আনারস প্রতীকের মধ্যে।

সকাল হতে মাঝ রাত পর্যন্ত দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রাথর্ণা করছেন দুই প্রার্থীই। চলছে পথসভা,জনসভা ও উঠান বৈঠকের মত গনসংযোগ। সাধারণ ভোটারদের মন কেড়ে সমর্থন আদায়ে দুই প্রার্থীই দিচ্ছে নানা রকমের প্রতিশ্রুতী। তবে এবারের নির্বাচনে ভোট প্রদানের সুযোগ পেলে যোগ্য প্রার্থীকে নির্বাচীত করবে বলে জানিয়েছে এলাকাটির সাধারন ভোটাররা।

দীর্ঘ সময় ধরে বকুল চেয়ারম্যনের দায়িত্বে থাকায় এলাকায় তার ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে। পিছিয়ে নেই আনারস প্রতীকের খালেকও। নির্বাচনী সহিংসতা ঘটনায় ইমেজ বেড়েছে সতন্ত্র প্রার্থী খালেকের।

টেংরা গ্রামের মশিয়ার রহমান,সামটার আকবর আলী,পিপড়াগাছীর আসাদুল,সোনাতনকাঠীর আব্দুস সাত্তার, মহিষাকুড়ার বাবলু জানান,সুষ্ঠু ভোট গ্রহণ হলে আনারস প্রতীকের বিজয় হবে।

নির্বাচনী পথসভায় নৌকা প্রতীকের প্রার্থী ইলিয়াস কবির বকুল ব্যাস্ত থাকায় তার নির্বাচনী বিবৃতী জানা যাইনী। আনারস প্রতীকের সতন্ত্র প্রার্থী আব্দুল খালেক জানান,নির্বাচনী পরিবেশ সাম্প্রতি সময়ে ভালো। সুষ্ঠু ভোট হলে তিনি বিজয়ী হবেন। ৬নং কলোনী,৫নং বসতপুর,বাঁগআচড়ার ২টি কেন্দ্র সবচেয়ে ঝুঁকি পূর্ন। ইতিমধ্যে তিনি উপজেলা প্রশাসন সহ রির্টানিং কর্মকর্তাকে অবহিত করেছেন বলে জানিয়ে,পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থার মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণের ব্যাবস্থা করতে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান,যশোরের সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় অবাধ,শান্তিপূর্ন ও নিরপেক্ষ ভোট গ্রহণের যাবতীয় ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাঁগআচড়া ইউনিয়নবাসীর ভোটেররায় জানতে এই দুই হেবীওয়েট প্রার্থীকে আরো অপেক্ষা করতে হবে ৪দিন। এলাকার বিশিষ্টজনদের অভিমত শান্তিপূর্ন নির্বাচনে ভোট প্রদানের ভিত্তিতে যোগ্য ব্যাক্তি নির্বাচীত হয়ে ক্ষমতায় বসে ইউনিয়নটির ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখুক।

সর্বশেষ - লাইফস্টাইল