যশোর আজ শুক্রবার , ৮ অক্টোবর ২০২১ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বহু নির্বাচনি প্রশ্নঃএসএসসি পরীক্ষা– ২০২১

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৮, ২০২১ ৮:১২ অপরাহ্ণ
বহু নির্বাচনি প্রশ্নঃএসএসসি পরীক্ষা– ২০২১
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

১. নিচের কোনটি ভেক্টর রাশি?

ক. দ্রুতি খ. কাজ

গ. সরণ ঘ. শক্তি

২. দ্রুতির একক কোনটি?

ক. ms খ. ms-1

গ. ms-2 ঘ. kgs-1

৩. পর্যায়বৃত্ত গতি হতে পারে—

i. বৃত্তাকার

ii. উপবৃত্তাকার

iii. সরলরৈখিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪. নিচের কোনটি স্পন্দন গতির উদাহরণ নয়?

ক. গিটারের তারের গতি

খ. ঘড়ির কাঁটার গতি

গ. সরল দোলকের গতি

ঘ. কম্পনশীল সুরশলাকার গতি

৫. নিচের কোনটি স্কেলার রাশি?

ক. সরণ খ. বেগ

গ. তড়িৎ তীব্রতা ঘ. কাজ

৬. কোনো বস্তু সমবেগে চলতে থাকলে এর ত্বরণের মান নিচের কোনটি?

ক. শূন্য খ. সর্বনিম্ন

গ. সর্বোচ্চ ঘ. ঋণাত্মক

নিচের তথ্যের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

36 kmh-1 বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে 50s-এ থামানো হলো।

৭. গাড়িটির ত্বরণ কত?

ক. 0.2 ms-2 খ. – 0.2 ms-2

গ. 2 ms-1 ঘ. 5ms-2

৮. উদ্দীপকে প্রদত্ত সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে?

ক. 25 m খ. 50 m

গ. 250 m ঘ. 500 m

সঠিক উত্তর

অধ্যায় ২: ১. গ ২. খ ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. ক

৭. খ ৮. গ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা, সূত্র-প্রথম আলো

সর্বশেষ - সারাদেশ