আরাফাত হোসেন ( বগুড়া ) জেলা প্রতিনিধি :: কাহালুর দেওগ্রামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা একাডেমির উদ্যোগে ১০ টাকার বিনিময়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এবং অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রবিবার ( ২৫ মে ) দিনব্যাপী প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। মেডিক্যাল ক্যাম্পে রোগীদের চিকিৎসা প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, নিউরো,এম, ইউ, এম,পি,এইচ,পি, জি,টি ডাঃ এইচ সি কর্মকার সুদীপ। এসময় তার সহযোগী হিসেবে ছিলেন স্থানীয় প্যারামেডিক চিকিৎসক মোঃ নাঈম ইসলাম।
নামমাত্র ১০ টাকা ফি’র মাধ্যমে সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট।তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।