যশোর আজ বৃহস্পতিবার , ২৫ জুলাই ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২৫, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: বরিশালের হিজলা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার ( ২৪ জুলাই ) দিবাগত রাতে তাকে হত্যা করা হয়। নিহত সুফিয়ান সরদার (৩২) উপজেলার চর দুর্গাপুর গ্রামের জামাল সরদারের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।

সুফিয়ানের মামা মেমানিয়া ইউপি সদস্য নোমান সরদার জানান, মেঘনা নদীর তীরবর্তী এলাকায় মাছঘাট দেওয়াসহ বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে সাবেক ইউপি সদস্য মাইনুল ও ওহাব আলী গোলদারের বিরোধ রয়েছে। সুফিয়ানের কারণে প্রতিপক্ষরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না। এ কারণে তার ওপর ক্ষিপ্ত ছিল।

বুধবার রাত ১০টার দিকে সুফিয়ান তার দুই বন্ধুকে নিয়ে যাচ্ছিলেন। ওই বিরোধের জের ধরে ওয়ার্ডের সাবেক মেম্বার বিএনপি নেতা মাইনুলের বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষরা তাদের উপর হামলা করে। এতে তার দুই বন্ধু পালিয়ে গেলে সুফিয়ানকে একা পেয়ে কুপিয়ে আহত করে মাইনুল, ওহাব আলী, তার ছেলে সাইদ, প্রতিপক্ষ কবির, আমির, কাওসারসহ কয়েকজন।

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করেন। তবে পথে তার মৃত্যু হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর আহমেদ বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে। আহতদের মধ্যে একজন নিহত হয়েছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ