
আরাফাত হোসেন ( বগুড়া ) জেলা প্রতিনিধি :: বগুড়া-৪ ( কাহালু-নন্দীগ্রাম )আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি )-এর ধানের শীষ প্রতীকে টানা দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ( ভারপ্রাপ্ত ) সাধারণ সম্পাদক ও বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন।
সোমবার ( ৩ডিসেম্বর ) বিকেলে রাজধানীর গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে ২শ আসনের মধ্য বগুড়া-০৪ আসন থেকে সাবেক এমপি মোশারফ হোসেনের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্রে জানা গেছে,২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনকে বগুড়া-০৪ আসনে ধানের শীষে মনোনয়ন দেওয়া হয়। প্রথমবার মনোনয়ন পেয়ে তিনি বগুড়া-০৪ আসন থেকে ধানের শীষের প্রতিকে নির্বাচন করে ১ লাখ ৪৮ হাজার ৫৮৫ টি ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মোশাররফ হোসেন বিএনপি’র একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিক মিথ্যা মামলা, হামলা ও হয়রানির মুখেও তিনি দলীয় নেতাকর্মীদের পাশে থেকেছেন। কখনো দলে বিভাজন সৃষ্টি করেননি কিংবা আন্দোলনের ময়দান ছেড়ে যাননি।
বিএনপি’র স্থানীয় নেতারা বলছেন, “মোশাররফ হোসেন এমন একজন নেতা যিনি কঠিন সময়েও দলকে আগলে রেখেছেন। নেতাকর্মীদের ভালো-মন্দের খোঁজ নিয়েছেন। তাই তার হাতে আবারও মনোনয়ন দেওয়া হয়েছে—এটা দলের জন্য সঠিক সিদ্ধান্ত।”
এ বিষয়ে বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, আলহামদুলিল্লাহ টানা দ্বিতীয়বারের মত দেশ নায়ক তারেক রহমান বগুড়া-০৪ আসন থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। এজন্য প্রথমেই দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।আমরা বগুড়া-০৪ আসনটি ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করে তারেক রহমানকে উপহার দিতে চাই। এবং আমরা আশাবাদী বগুড়া-০৪ আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ।