আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আল আমিন মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার( ২৭ জুলাই ) বিকেল ৪টার দিকে উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারী গ্রামে এ ঘটনা ঘটে। আল আমিন মিয়া পশ্চিম খাটিয়ামারী গ্রামের ফজল মিয়ার ছেলে। মাত্র এক সপ্তাহ আগে তার বিয়ে হয়েছিল।
স্বজন ও স্থানীয়রা জানান,বিকেলে আল আমিন বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনি হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময়েও ভেসে না ওঠায় স্থানীয়রা খোঁজা খুঁজি শুরু করেন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।