
স ম জিয়াউর রহমান :: ফরহাদাবাদ দরবার শরীফ শাহী ময়দানে পবিত্র খতমে আসমাউল হোসনা ও আসমাউর রাসুল মোবারক ( দঃ) এর আখেরী মোনাজাত এবং পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী ( দঃ) মাহফিল গত ১০সেপ্টেম্বর ২০২৫ইং বুধবার আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব ও আখেরী মোনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মুর্শিদে বরহক মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী ( মঃজিঃআঃ )।
এসময় দেশ বরেণ্য ওলামায়ে কেরাম,পীর মশায়েখ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন দরবারের আওলাদে পাকবৃন্দ উপস্থিত ছিলেন।