যশোর আজ সোমবার , ২২ জানুয়ারি ২০২৪ ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ২২, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ
প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চলমান শৈত্যপ্রবাহের কারণে সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচির পরিবর্তন করেছে সরকার।

নতুন সময়সূচি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে সকাল ১০টা থেকে পাঠদান শুরু করার নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নতুন এই সময়সূচি মোতাবেক পাঠদান করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে বিদ্যালয় বন্ধ সংক্রান্ত আগের আদেশ বহাল থাকবে বলেও নতুন এই আদেশে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়েছে, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রি. পর্যন্ত সকাল ১০টা হতে শুরু হবে।

এ ছাড়াও এই মন্ত্রণালয় হতে গত ১৬ জানুয়ারি জারিকৃত ৩৮.০০.০০০০.০০৮.৯৯.০০১.১৬-১৩ নং স্মারকের নির্দেশনা যথারীতি বহাল থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

 

সর্বশেষ - লাইফস্টাইল