চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি:: দিনাজপুর কাহারোলে এক শিক্ষকের সাথে একই স্কুলের শিক্ষিকার পরকিয়ার ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কৌতুহল এবং এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানাগেছে কাহারোল উপজেলার মুটুনিহাট ঈশানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মিলন কুমার মোহন্তের সাথে একই স্কুলের শিক্ষিকা লতা রানী রায়ের দীর্ঘদিন ধরে প্রেমের গভীর সম্পর্ক তৈরি হয়। প্রেমের সম্পর্ক গিয়ে দাড়ায় অনৈতিক সম্পর্কে ।একদিন অস্ত্র স্কুলের পিয়ন সনাতন বাথরুমে তাদের দূজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে ।
বিষয়টি জানাজানি হলে স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। এনিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে পরে বাধ্য হয়ে অনৈতিক ঘটনায় অত্র স্কুলের সহকারী শিক্ষিকা জাহানারা খাতুন বাদী হয়ে কাহারোল উপজেলার নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় তদন্ত চলছে বলে উপজেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেন।
অভিভাবকরা জানান শিক্ষকতার মত মহান পেশার মানুষদের সম্মানহানীর পাশাপাশি পেশা কে নিয়ে শুনতে হচ্ছে বিভিন্ন কটু কথা। শিক্ষকরা সমাজের মানুষ গড়ার কারিগর। আর কিছু শিক্ষকের অনৈতিক চরিত্রের কারনে আজ শিক্ষক সমাজকে লাঞ্ছিত ও অপমানের শিকার হতে হচ্ছে। তাদের দাবি সংশ্লিষ্টদের বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার।
এসব অনৈতিক অভিযোগের বিষয়ে শিক্ষক মিলন কুমার অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র ও মিথ্যাচার করা হচ্ছে। তবে প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম মানিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং সংবাদটি প্রকাশ না করার জন্য অনুরোধ জানান।
এদিকে কাহারোল উপজেলার নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রতিনিধিকে জানান,ঘটনাটি তদন্ত করে জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।