যশোর প্রতিনিধি:: যশোর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হওয়া দুই দিন ব্যাপী পূর্বপশ্চিম আন্তর্জাতিক সাহিত্য উৎসবে পূর্বপশ্চিম সাহিত্য সম্মামনা ও পুরষ্কার পেলেন ৭ কবি-সাহিত্যিক। সাহিত্য উৎসবের শেষ দিন শনিবার (২১জানুয়ারী )বিকালে বিশিষ্টজনদেরকে এই পুরষ্কার দেওয়া হয়।
সম্মাননা ও পুরষ্কার প্রাপ্তরা হলেন বাংলা একাডেমির সাবেক সভাপতি ও মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ হারুণ-অর রশিদ, গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান ,কবি মতিন বৈরাগী,কবি সুমিতাভ ঘোষাল,কথা সাহিত্যিক ও কবি মাশরুর আরেফিন,কবি কামরুজ্জামান কামু ও কথাসাহিত্যিক রুমা মোদক।
এসময় উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক হোসেন উদ্দিন কবি জাহিদুল হক,কবি ফরিদ আহমেদ দুলাল,কবি সুমিতাভ ঘোষাল,পূর্বপশ্চিম সম্পাদক কবি আশরাফ জুয়েল,কবি অমিত গোস্বামী,ব্যবস্থপনা সম্পাদক কবি উজ্জ্বল চৌধুরী প্রমুখ।
এর আগে শুক্রবার (২০ জানুয়ারী ) যশোরের রামনগর এলাকায় অবস্থিত আর আর এফ টার্কে এ উৎসব শুরু হয়।দেশ-বিদেশের কবিসাহিত্যিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধণ ঘোষণা করেন কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। এরপর সাহিত্য উৎসব পরিণত হয় লেখকদের মিলন মেলায়।
বাংলাদেশ ছাড়াও ভারত,নেপাল,ভুটান ও শ্রীলঙ্কার প্রায় দুই শতাধিক কবিসাহিত্যিক অংশ নেন এবারের সাহিত্য উৎসবে।সাহিত্য আলোচনা ছাড়াও দ্বিতীয় দিন সকাল হতেই কবিতা পাঠ,আবৃত্তি ও গজল সন্ধ্যার মধ্য দিয়ে পর্দা নামে সাহিত্য উৎসবের।
আয়োজক কমিটির পক্ষ থেকে সাহিত্য উৎসব আয়োজন সম্পর্কে পূর্বপশ্চিমের নির্বাহী সম্পাদক খাইরুল কবীর বলেন,প্রতিষ্ঠালগ্ন থেকেই পূর্বপশ্চিম বাংলাভাষার শিল্প-সাহিত্য বিকাশে বিশেষ ভূমিকা পালন করছে।
বাংলাদেশ-ভারতে নিয়মিত পত্রিকা প্রকাশ ও সাহিত্য উৎসবের আয়োজন করে যাচ্ছে।ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।উল্লেখ্য ২০১৪ সালে পূর্বপশ্চিম সংগঠনটি প্রতিষ্ঠিত ও আতœপ্রকাশ ঘটে