সর্বশেষ খবরঃ

পূজায় মিমির পছন্দ পাঁঠার মাংস,মিষ্টি ও অঞ্জলি

অভিনেত্রী মিমি চক্রবর্তী
অভিনেত্রী মিমি চক্রবর্তী

পূজা মানেই আনন্দ। আকাশে, বাতাসে চারিদিকে একটা শারদীয়ার ছোঁয়া। মা যেন সত্যি পৃথিবীতে আগমন করছেন। নতুন জামা কাপড়, শিউলি ফুলের সুগন্ধ, দেবীর সাজ, চণ্ডপাঠ, মহাআরতি, ধুনচি নাচ, খাওয়া দাওয়া আর সেই জমিয়ে আড্ডা দেওয়া।

এর কোনও কিছুর বাহিরে নিজেকে ভাবতে পারেন না ওপার বাংলার সিনে জগতের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিমি জানান,সবাই জানে আমি ঘুরে বেড়াতে খুব ভালবাসি। নতুন নতুন জায়গা দেখতে এদিক- সে দিক ছুটে যাই।

কিন্তু পূজার সময় কলকাতা ছাড়া আর কোথাও থাকার কথা ভাবতেই পারি না। শহর জুড়ে হোর্ডিং, ছাতিম ফুলের গন্ধ, দূর থেকে ভেসে আসা ঢাকের আওয়াজ ছাড়া কি পুজো ভাবা যায়! প্রতি বছরের মতো এ বারও তাই শহরেই থাকছি। পূজায় তার সবচেয়ে পছন্দ পাঁঠার মাংস, মিষ্টি আর প্রিয় শাড়ির অঞ্জলি।

পূজায় ছুটি পাব কিন্তু আড্ডা হবে না? এমন আবার হয় নাকি! সারা বছর এই দিনগুলোর জন্যই যত অপেক্ষা। কাছের মানুষগুলোকে মনের মতো করে কাছে পাই। এবছর বন্ধুদের নিয়ে ঘরোয়া পার্টি হবে। প্রচুর খাওয়া দাওয়া করব। শরীর-স্বাস্থ্যের জন্য সারা বছর ডায়েট করি।

এই পাঁচটা দিন কোনও রকম বিধিনিষেধ মানার ইচ্ছা নেই। এই কয়দিন মন ভরে মাংস খাব। ঝোলে-ঝালে-কষায়! পূজার সময় আমার মিষ্টি প্রীতিও এক লাফে অনেকটা বেড়ে যায়। তাই দিনভর চুটিয়ে খাওয়াদাওয়ার পর শেষ পাতে মিষ্টি চাই-ই চাই!

তিনি জানান, পঞ্চমীতে আমার ছবি মুক্তি পেয়েছে। তার প্রচারের জন্য কয়েক দিন বেশ ব্যস্ত ছিলাম। দম ফেলারও সময় পাইনি। ছুটি পেলাম ষষ্ঠী থেকে। এই পাঁচটি দিন নিজের মতো করে কাটাব। পরিবারকে সময় দেব, আমার বাচ্চাগুলোর সঙ্গে খেলা করবো। এবছর মা আমার সঙ্গে রয়েছে।

এই ক’দিন মায়ের কাছে যতটা থাকা যায়, থাকব। আমার আবাসনেই বড় করে পূজা হয়। মায়ের সঙ্গে ওখানে অনেকটা সময় কেটে যাবে। প্রত্যেক বছরের মতো এবারও মা আমাকে পূজাতে শাড়ি উপহার দিয়েছে। সেই শাড়িটা পরবো বলে অপেক্ষা করে আছি। সারা বছর যতই ব্যস্ত থাকি না কেন, পূজার আগে আমিও মায়ের জন্য উপহার কিনে ফেলেছি।

আমিও সব ধরনের বিধিনিষেধ মেনেই আনন্দ করবো। সারা বছর অপেক্ষা করেছি এই দিনগুলোর জন্য। মনের মতো করে সাজাব নিজেকে। রাত পেরলেই অষ্টমী। আপাতত প্রিয় শাড়ি পরে পুষ্পাঞ্জলি দেওয়ার অপেক্ষা শুরু।

আরো খবর

জামালপুর জেলা যুব দলের লিফলেট বিতরণ
জামালপুর জেলা যুব দলের লিফলেট বিতরণ
পদ্মা সেতুর টোল আদায় শুরু মোবাইল অ্যাপে
পদ্মা সেতুর টোল আদায় শুরু মোবাইল অ্যাপে
চট্টগ্রামের বহুতল ভবনে আগুন
চট্টগ্রামের বহুতল ভবনে আগুন
দুমকিতে কৃষকদল নেতার বিরুদ্ধে চর দখলের অভিযোগ
দুমকিতে কৃষকদল নেতার বিরুদ্ধে চর দখলের অভিযোগ
লংগদুতে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পণ্য ও অস্ত্র উদ্ধার
লংগদুতে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পণ্য ও অস্ত্র উদ্ধার
কোস্ট গার্ডের বিশেষ অভিযানে শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ
কোস্ট গার্ডের বিশেষ অভিযানে শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ
দিনাজপুরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত
দিনাজপুরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত
শার্শার গোগা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় তিনটি তাজা ককটেল উদ্ধার