স্টাফ রিপোর্টার:: খুলনা মহানগরী হতে পিস্তল ও গুলিসহ র্যাবের হাতে এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (৭জুন) র্যাব-৬ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল কেএমপি এলাকা হতে মোঃ তাজউদ্দিন শেখ (৩০) কে গ্রেফতার করে।
সে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কুখিয়া গ্রামের মৃত সামছুর রহমান শেখের ছেলে।
র্যাবের দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা ইসলামিয়া কলেজ রোড এলাকায় এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী তাজউদ্দীনকে গ্রেফতার করেন।

এ সময় তার হেফাযতে থাকা ১টি বিদেশী পিস্তল,১টি ম্যাগজিন,১রাউন্ড গুলি ও ব্যাবহৃত মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করেন। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃতকে অস্ত্র আইনে মামলা দিয়ে কেএমপি খুলনার খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা যায়।