যশোর আজ রবিবার , ২৬ মে ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

পরিবেশের ভারসাম্য রক্ষায় যশোরে যনাসের গাছ রোপণের ক্যাম্পেইন শুরু

প্রতিবেদক
Jashore Post
মে ২৬, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় যশোরে যনাসের গাছ রোপণের ক্যাম্পেইন শুরু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি :: “৫টি নিয়ম মেনে চলি, চলুন সবুজ যশোর গড়ে তুলি ”। এই শ্লোগানে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন শুরু করেছে যশোর নাগরিক সংঘ ( যনাস )। রোববার সকালে সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাস থেকে ক্যাম্পেইনটি শুরু হয়।

কলেজ প্রাঙ্গণে একটি ফল গাছের চারা রোপণের মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনটির উদ্বোধন ঘোষণা করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদৌলাহ্ ও কলেজটির শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মদন কুমার সাহা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন যশোর নাগরিক সংঘের সমন্বয়ক আলী আজম টিটো, সদস্য আহাদ আলী মুন্না, সালমান হাসান রাজিব প্রমুখ।

যশোর নাগরিক সংঘ সূত্র জানায়, তাপপ্রবাহ থেকে বাঁচতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫টি নিয়ম মেনে চলার আহবান জানিয়ে কয়েক মাসব্যাপী এই ক্যাম্পেইন চলবে।

৫টি নিয়মের মধ্যে রয়েছে এক বিন্দু পানি অপচয় না করা। পাথুরে চুন, আঠা, হোয়াইট সিমেন্ট ও জিঙ্ক অক্সাইড দিয়ে প্রতিটি বাড়ির ছাদ সাদা করা। প্রতিটি বাড়ির ছাদ ও বারান্দা গাছাপালা দিয়ে ছেয়ে ফেলা। ছাদ থেকে লতানো গাছ ঝুলিয়ে দেয়াল ঢেকে দেয়া। মরুভূমি হয়ে যাওয়া হাইওয়েগুলো আবার সবুজে ভরে ফেলা।

এছাড়াও যশোর বৃক্ষ ব্যাংকে গাছ জমা দেয়া ও সবুজ যশোর বৃক্ষ ব্যাংক থেকে রোপণের জন্য গাছের চারা নেওয়ার জন্য সকলকে আহবান জানানো হয়।

সর্বশেষ - সারাদেশ