যশোর আজ শুক্রবার , ৮ নভেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

পরকীয়ার ফাঁদে ফেলে বিয়ে! অতঃপর নাজিরার কাবিন বানিজ্য চেষ্ঠা

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ৮, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ণ
পরকীয়ার ফাঁদে ফেলে বিয়ে! অতঃপর নাজিরার কাবিন বানিজ্য চেষ্ঠা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মাহমুদুল হাসান :: যশোরের বেনাপোলে পরকীয়ার ফাঁদে জড়িয়ে বিয়ে পূর্বক ছল চাতুরীর সাহায্যে করা দ্বিতীয় কাবিনের ৫ লাখ টাকা আদায়ে মরিয়া হয়ে ওঠেছে মোছাঃ নাজিরা বেগম ( ৩৮)। ভাড়াটিয়া গুন্ডা বাহিনী দ্বারা স্বামী দাবি করা ভূক্তভোগী কামরুজ্জামান বাবুকে(৪১)অনবরত হুমকী ধামকি দিয়ে আসছে।

এমনকি স্থানীয় পুলিশ প্রশাসন দ্বারা লিখিত অভিযোগের ভিত্তিতে কাবিনের টাকা আদায়ে সচেষ্ট রয়েছেন অর্থলোভী ও পরকীয়ায় আসক্ত নারী নাজিরা।

প্রতিকার পেতে কামরুজ্জামান আইনজিবীর শরণাপন্ন হয়ে বিগত ১২ অক্টোবর ২০২৪ ইং তারিখে এম,এম আর এন্ড কাজী অফিস মারফত ব্লাক মেইল ও প্রাননাশের হুমকীর কারন উল্লেখ করে স্বামী কর্তৃক বি তালাকের নোটিশ ( ক্রমিক নং-২০৭/২৪ )প্রেরণ করলেও নাজিরার অপতৎপরতা থামেনী। ওল্টো কামরুজ্জামানকে ক্ষতি করতে নানা মূখী ষড়যন্ত্রে লিপ্ত ঐ নারী।

হুমকীসহ হয়রানির স্বীকার কামরুজ্জামান বাবু জানান,জন্মসূত্রে ভারতীয় নাগরিক হবিবার মন্ডলের কন্যা নাজিরা বৈবাহিক সুত্রে প্রাক্তন স্বামী ইয়াসিনের স্ত্রী হিসাবে একই গ্রাম বেনাপোল পৌরসভার অন্তর্গত দূর্গাপুরেই বসবাস করে আসছিলো। ইয়াসিনের ঘরের তার ১টি কণ্যা ও পুত্র সন্তান রয়েছে।প্রতিবেশী হিসাবে আমাদের মধ্যে চেনা জানার মধ্য দিয়ে নাজিরার ছলনায় পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ি।

নাজিরার প্রলোভনে পড়ে তার ঠিক করা কাজী অফিসে গিয়ে বিগত ১৭ই মে ২০২৩ইং তারিখে ( ভলুম নং-১/২৩ ও পৃষ্ঠা নং-৫৩) পঞ্চাশ হাজার টাকা কাবিন ধার্য্য করিয়া উভয়ের সন্মতিতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বিবাহের পর পরই আমি বড় আঁচড়া গ্রামে বাসা ভাড়া নিয়ে আসবাবপত্র কিনে নাজিরার সহিত সংসারজীবন শুরু করি ও তার সন্তানদের ভরন পোষনের দায়িত্ব পালন করি।

আমার অনউপস্থিতিতে ঐ বাসায় একাধিক পরপরুষ আসা যাওয়া করতো বলে জানতে পারি। হঠাৎ নাজিরা চেনা জানারা পূর্বপরিকল্পনা মাফিক সংঘবদ্ধ হয়ে আমাকে ব্লাকমেলিং করে আটকিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক একই কাজী মোস্তফাকে ডেকে এনে ২৩ আগস্ট ২০২৩ ইং তারিখে আনুমানিক প্রথম কাবিনের ৩ মাসের মধ্যেই পুনরায় ৫লাখ টাকার কাবিনে সই করিয়ে নেই।

এ ঘটনার পর থেকে তার অসৎ উদ্দেশ্যে বুঝতে পেরে আমি নাজিরার সংসারে যাতায়াত বন্ধ করে দিই। সামাজিক সন্মান রক্ষায় আমি নাজিরার সাংসারিক খরচ বহন করলেও সে আমার কাছ হতে দ্বিতীয় কাবিনের ৫লাখ টাকা আদায়ের লক্ষ্যে ভাড়াটিয়া মাস্তান দিয়ে আমাকে হুমকী ধামকিসহ আমার পরিবারকে উত্যক্ত করতে থাকে।এ ঘটনায় আমি তাকে তালাক প্রদান করি ও বিজ্ঞ আদালতের সিদ্ধান্ত মোতাবেক তার দেনমোহরের টাকা পরিশোধের ঘোষণা দেই।

সাম্প্রতি থানায় এক অভিযোগের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এস আই লিখন সরকার আমাকে ডাকলে আমি থানায় গিয়ে পুরো ঘটনা পুলিশ প্রশাসনকে অবহিত করলেও তাহারা স্থানীয় ভাবে মিমাংসা করতে আমাকে চাপ প্রয়োগ করে।

থানার শালিসে আমি দেখতে পায় বিগত ২২ আগস্ট ২০২৩ ইং তারিখে ঐ কাজী মোস্তফা আমাদের আপোস তালাক করিয়েছে যাহাতে আমার ও আমাদের পক্ষের নামীয় স্বাক্ষীদের সাক্ষর জাল। আদৌও ২২ আগস্ট আমাদের কোন তালাক হয়নি কেবল ২৩ আগস্ট জোর পূর্বক কাজী মোস্তফা ও নাজিরা গংরা কাবিন বানিজ্য করতে আমাকে জোর পূর্বক কাবিনে সই করিয়ে নিয়েছে। সুবিচার পেতে ও প্রশাসনিক হয়রানি এড়াতে আমি প্রশাসনের উর্ধতণদের সহযোগীতা কামনা করছি।

বিষয়টি জানতে বেনাপোল গ্রামের কাজী ফোস্তাফা কামালের মুঠো ফোনে কল দিলে তিনি কামরুজ্জামান ও নাজিরার ২ বার কাবিন ও ১বার তালাক করিয়েছেন বলে স্বীকার করেন। কামরুজ্জামানের তালাকের বিষয়ে অভিযোগ রয়েছে বা তিনি সাক্ষর করেননী জানালে কাজী সদ উত্তর দিতে পারেননী। দুই কাবিন ও স্বামী কর্তৃক তালাক প্রাপ্তির কথা জানতে নাজিরার মুঠো ফোনে কল দিলে সংযোগ না মেলায় তার বক্তব্য জানা যাইনী।

বেনাপোল পোর্ট থানার এস আই লিখন সরকারের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান,ভরন পোষনসহ বিবাহোত্তর খোঁজ খবর না রাখার লিখিত অভিযোগের প্রেক্ষিতে উভয়পক্ষকে নিয়ে থানায় বসে তাদের বক্তব্য শোনা হয়েছে।এ বিয়য়ে আইনানুগ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দূর্গাপুর গ্রামের একাধিক বাসিন্দাসহ নাজিরার প্রাক্তন স্বামী ইয়াসিনের আত্নীয়রা বলেন নাজিরা একজন অর্থলোভী ও পরপুরুষ আসক্ত নারী। দুই সন্তানের জননী হয়েও সে ইয়াসিনকে ছেড়ে টাকার লোভে কামরুজ্জামানকে বিয়ে করেছে। শোক ও লজ্জায় ইয়াসিন দেশ ছেড়ে ভারতে চলে গেছে। আমরা ছলনাময়ী নারী নাজিরার উপযুক্ত শাস্তি দাবী করছি।

সর্বশেষ - সারাদেশ