যশোর আজ শনিবার , ৭ অক্টোবর ২০২৩ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

নেদারল্যান্ডসকে হারিয়ে পাকিস্তানের বিশ্বকাপ শুরু

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৭, ২০২৩ ১০:৫০ পূর্বাহ্ণ
নেদারল্যান্ডসকে হারিয়ে পাকিস্তানের বিশ্বকাপ শুরু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ।নেদারল্যান্ডসের বিপক্ষেও পাকিস্তান কিছুটা নড়বড়ে ব্যাটিং করলেও বোলারদের দাপুটে বোলিংয়ে ঠিকই জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাবর আজমের দল। ডাচদের ৮১ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।

শুক্রবার ( ৬ অক্টোবর ) হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ৪৯ ওভারে ২৮৬ রানে অল আউট হয় পাকিস্তান।

রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডস ৪১ ওভারে ২০৫ রানে অল আউট হয়। ৮১ রানের বড় জয়ে মাঠ ছাড়ে বিশ্বকাপের অন্যতম ফেভারিট পাকিস্তান।সর্বোচ্চ ৬৭ রান আসে বাস ডি লিডের ব্যাট থেকে। ৬৮ বলে ৬টি চার ও ২টি ছয়ের মারে এই রান করেন বিশ্বকাপের অভিষেক ম্যাচ খেলতে নামা এই অলরাউন্ডার।

এর আগে, বল হাতেও নিয়েছিলেন ৪ উইকেট। ৫২ রান আসে ওপেনার বিক্রমজিতের ব্যাট থেকে। ৬৭ বলে এই রান করেন তিনি। ৭৬ বলে দুজনের ৭০ রানের জুটি ছাড়া ডাচরা পাকিস্তানি বোলারদের কোনো পরীক্ষা নিতে পারেনি।

২৮ রানে অপরাজিত থাকেন লোগান ভ্যাক বিক। কলিন আকারম্যান ১৭ ও জুলফিকার সাকিব ১০ রান করেন। এছাড়া, আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি। পাকিস্তানের হয়ে ৯ ওভারে ৪৩ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রউফ। ২ উইকেট নেন নাসিম শাহের ইনজুরিতে দলে ঢোকা পেসার হাসান আলী।

এর আগে, টস হেরে ব্যাটিং করতে নেমে ৩৮ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। দুই ওপেনার ফখর জামান ১২ ও ইমাম উল হক ১৫ রানে ফেরেন। অধিনায়ক বাবরের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। এরপর সৌদ শাকিলকে নিয়ে মোহাম্মদ রিজওয়ান শত রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন।

১১৪ বলে ১২০ রান আসে দুজনের জুটি থেকে। ৫২ বলে ৬৮ রানে সৌদ আউট হলে ভাঙে এই জুটি। সৌদের পর ফেরেন রিজওয়ানও। ৭৫ বলে ৬৮ রান করে আউট হন তিনি। ফিফটির পাশাপাশি বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সৌদ।

দুই সেট ব্যাটার ফিরলে ক্রিজে এসে ইফতেখার আহমেদও টিকতে পারেননি। ১১ বলে ৯ রান করে তিনিও ফেরেন। এরপর মোহাম্মদ নাওয়াজ ও শাদাব খান ৭০ বলে ৬৪ রানের জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং স্কোরের দিকে নিতে থাকেন। নাওয়াজ ৩৯ ও শাদাব ৩২ রান করেন। শেষে হারিস রউফ ১৬ ও শাহিন আফ্রিদি ১৩ রান করে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। শাহিন অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

ডাচদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বাস ডি লিড। ৯ ওভারে ৬২ রান দিয়ে এই উইকেট নেন তিনি। ২ উইকেট জমা হয় কলিন আকারম্যানের ঝুলিতে। ১টি করে উইকেট নেন রিয়ান দত্ত,লোগান ভ্যান বিক ও পল মেকেরিন।

সর্বশেষ - লাইফস্টাইল