সর্বশেষ খবরঃ

নন্দিত গণমানুষের নেতা গাইবান্ধার আব্দুর রশীদ সরকার

নন্দিত গণমানুষের নেতা গাইবান্ধার আব্দুর রশীদ সরকার
নন্দিত গণমানুষের নেতা গাইবান্ধার আব্দুর রশীদ সরকার

সাল ‎১৯৭৩। সদ্য স্বাধীন,সার্বভৌম বাংলাদেশ। মাত্র ২০ বছর বয়সে বি.এ ( স্নাতক ) ক্লাসের প্রথম বর্ষের ছাত্র অবস্থায় জনগণের ভোটে গাইবান্ধা পৌরসভার কমিশনার নির্বাচিত হন আব্দুর রশীদ সরকার। এতো কম বয়সে জনগণের প্রতিনিধি হওয়ার নজির এদেশে খুব কম আছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরুর দিকে আব্দুর রশীদ সরকারসহ কয়েকজন তরুণ গাইবান্ধা কলেজে ( তখন সরকারি হয়নি ) মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ নিচ্ছিলেন।

বর্বর পাকিস্তানি বাহিনীকে ঠেকাতে একদিন তারা কয়েকজন মিলে পাইপগান তৈরি করছিলেন।কিন্তু হঠাৎ বারুদ বিস্ফোরণে তার ডান হাতের একটি আঙুল উড়ে যায়। কিন্তু তিনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি,তাতে তাঁর কোনো ক্ষোভ নেই। তাঁর অহংকার তিনি দেশের জন্য কিছু করতে পেরেছেন।

‎আব্দুর রশীদ সরকার টগবগে তারুণ্য নিয়ে গাইবান্ধা পৌরসভার কমিশনার হওয়ার এক বছরের মধ্যে ১৯৭৪ সালে শুরু হয় ভয়াবহ আকাল ( দুর্ভিক্ষ )। তিনি মানুষের সেবায় নেমে পড়েন মাঠে, বাড়ি বাড়ি গিয়ে রুটি ও অন্যান্য সামগ্রী পৌঁছে দেন। জনগণের ভালোবাসায় আবার তিনি ১৯৭৬ সালে কমিশনার নির্বাচিত হন। নিজ ওয়ার্ডের গণ্ডি পেরিয়ে তিনি গোটা গাইবান্ধা পৌর এলাকার মানুষের ভালোবাসা অর্জন করেন।ফলে তিনি ১৯৮৪ সালে পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। শুরু করেন পৌর এলাকা ও পৌরবাসীর উন্নয়ন।

‎আব্দুর রশীদ সরকার ১৯৮৪ সালে পৌরসভার চেয়ারম্যান থাকা অবস্থায় তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে গাইবান্ধায় নিয়ে আসেন। রাষ্ট্রপতি এরশাদ তৎকালীন এসডিও মাঠে গাইবান্ধা মহকুমাকে জেলা ঘোষণা করেন।

সেসময় শহরের উত্তরে ঘাঘট নদের ওপর কাঠের পুল ভেঙে পাকা ব্রিজ নির্মাণ করেন আব্দুর রশীদ সরকার। এতে মানুষের দীর্ঘদিনের কষ্টের লাঘব হয়। তিনি পানীয় জলের সমস্যা মেটাতে শহরের মাস্টারপাড়া ও খানকাশরীফ এলাকায় দুটি পানির ট্যাংক নির্মাণ করা হয়।

এছাড়াও তৎকালীন উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ সিদ্দিকের সহায়তায় শহরের দুই নম্বর রেলগেটের রাস্তাটি তৈরি করেন পৌর চেয়ারম্যান আব্দুর রশীদ সরকার। দুই নম্বর রেলগেট এলাকাটি ছিল অতি নিচু নোংরা আলপথ।

সুইপারদের পালিত শূকর এখানে বসবাস করতো, তাদের বর্জ্যে এখানে চলাচল দুরূহ ছিল। তদুপরি বর্ষাকালে পানির কারণে ওই আলপথটিও বন্ধ থাকতো। এই রাস্তাটি নির্মাণের ফলে গাইবান্ধা শহরের যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ণ উন্নতি হয়।

‎তিনি পৌরসভার চেয়ারম্যান হিসেবে গাইবান্ধার জেলা প্রশাসক ( ডিসি )ও পুলিশ সুপার ( এসপি ) অফিস,আধুনিক হাসপাতাল, জেলা ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস নির্মাণের জায়গা নির্ধারণ কমিটির সদস্য ছিলেন এবং এসব প্রতিষ্ঠান স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর আমলেই গাইবান্ধা পৌরসভার সীমানা বর্ধিত হয়। ফলে পৌরসভাটি দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হয়।

‎১৯৮৬ সালে তিনি জাতীয় সংসদ সদস্য পদে গাইবান্ধা-২( সদর ) আসনে প্রতিদ্বদ্বিতা করেন। তবে অল্প কয়েক ভোটে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ মিয়ার কাছে হেরে যান।

‎১৯৮৯ সালে আব্দুর রশীদ সরকার আবার গাইবান্ধা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি ১৯৯১ সালে গাইবান্ধা সদর আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এমপি হওয়ার কারণে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলে মফিজার রহমান খোকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হন। ১৯৯৬ সালে তিনি আবারও জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

দুই দুইবার এমপি নির্বাচিত হয়ে তিনি গাইবান্ধা সদর এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। তাঁর আমলে গাইবান্ধা-বালাসি সড়কে আলাই নদের ওপর পুলবন্দি লোহার ব্রিজটি আরসিসি সেতুতে রূপান্তর করা হয়। গাইবান্ধা শহরবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে লুপ কাটিং করে ঘাঘট নদের গতিপথ পরিবর্তন বা ড্রাইভার্ট করা হয়। শহরের মডার্ন হাইস্কুলের পাশে ঘাঘট নদের ওপর একটি ব্রিজও নির্মাণ করা হয়,যা নতুন ব্রিজ নামে পরিচিত।

‎আব্দুর রশিদ সরকার এমপি থাকা অবস্থায় বোয়ালী খেয়াঘাট ব্রিজ,গণিরজানের ব্রিজ, মানিকসোনার ঘাটের ব্রিজ, লোহাচড়া ব্রিজ, লক্ষ¥ীপুরের লেঙ্গাবাজার ব্রিজ, ওকড়াবাড়ি ঘাট ব্রিজ, কমলার বাজার ব্রিজ, বল্লমঝাড়ের নারায়ণপুর ঘাঘট ব্রিজ, চৌধুরী ভিটা ব্রিজসহ অসংখ্য ব্রিজ-কালভার্ট নির্মাণ করেন।

‎তিনি গাইবান্ধার শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন। তিনি প্রথম গাইবান্ধা সরকারি কলেজে অনার্স কোর্স চালু করেন। সেসময় ৬টি বিষয় নিয়ে অনার্স কোর্স চালু করা হয়। বর্তমানে কলেজটিতে পূর্ণাঙ্গ কোর্স চালু হয়েছে, যার অবদান আব্দুর রশীদ সরকারের। এছাড়া গাইবান্ধা আদর্শ কলেজকে তিনি ডিগ্রি কলেজে রূপান্তর করেন। এই কলেজটির তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি তুলসীঘাট কলেজ, দারিয়াপুর কলেজ ও লক্ষীপুর স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার অন্যতম প্রতিষ্ঠাতা।

‎এমপি থাকাকালীন সময়ে আব্দুর রশীদ সরকার তৃণমূলের সাধারণ মানুষের দোরগোড়ায় সবধরনের সেবা পৌঁছে দেয়ার জন্য বিভিন্ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ করেন। এরমধ্যে খোলাহাটি, ঘাগোয়া, লক্ষ¥ীপুর, বল্লমঝাড়, বোয়ালি, রামচন্দ্রপুর ও সাহাপাড়া উল্লেখযোগ্য।

‎জাতীয় সংসদ সদস্য (এমপি) হিসেবে আব্দুর রশীদ সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়ে প্রথম গাইবান্ধা স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ পাশে গ্যালারি নির্মাণের মাধ্যমে এর আধুনিকায়ন করেন। তাঁর সময়কালে মা ও নবজাতকের চিকিৎসায় গাইবান্ধা মাতৃসদনকেও আধুনিকায়ন করা হয়।

‎সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে আব্দুর রশীদ সরকার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেন। তিনি ২০০৮ সালে বিপুল ভোটে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি উপজেলা চেয়ারম্যান হয়ে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন।

‎দীর্ঘ ৩৫ বছরের জনপ্রতিনিধি হিসেবে তিনি অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, যা আজও মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এমপি আব্দুর রশীদ সরকারের নামে লক্ষ¥ীপুর ইউনিয়নে ‘এমপির বাজার’ নামে একটি বাজার প্রতিষ্ঠা করেছেন স্থানীয় জনগণ। ‎একজন জনপ্রতিনিধি কতটা নন্দিত হলে মানুষের এমন ভালোবাসায় সিক্ত হতে পারেন, তা আব্দুর রশীদ সরকার প্রমাণ করেছেন।

‎একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর বিরুদ্ধে কখনোই কোনো দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেনি। জনগণের জন্য নিবেদিত প্রাণ হিসেবে তিনি জীবনের শেষদিন পর্যন্ত মানুষের সেবা করতে চান। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও অংশ নিতে ইচ্ছুক। এজন্য তিনি গাইবান্ধা-২ আসনে জাতীয় সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের রায় প্রত্যাশা করেন।

লেখক-মোঃ আঃখালেক মন্ডল

বিঃদ্রঃ- এই লেখাটি সম্পূর্ণ লেখকের নিজিস্ব মতামত,লেখাটির ভুল ত্রুটির জন্য প্রকাশক কোন ক্রমেই দায়ী নহে।

আরো খবর

গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালন
গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালন
পবিপ্রবিতে টায়ার জ্বালিয়ে এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের বিক্ষোভ
পবিপ্রবিতে টায়ার জ্বালিয়ে এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের বিক্ষোভ
নন্দিত গণমানুষের নেতা গাইবান্ধার আব্দুর রশীদ সরকার
নন্দিত গণমানুষের নেতা গাইবান্ধার আব্দুর রশীদ সরকার
খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ কালেক্টর অস্ত্রসহ আটক
খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ কালেক্টর অস্ত্রসহ আটক
শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধের মধ্য দিয়ে স্থাপিত অবৈধ পাইপ অপসারণ
শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধের মধ্য দিয়ে স্থাপিত অবৈধ পাইপ অপসারণ
থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হলো শামছুর রহমান
থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হলো শামছুর রহমান
নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু
নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু
জামালপুরে জাতীয় আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা
জামালপুরে জাতীয় আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা