যশোর আজ শনিবার , ১৭ মে ২০২৫ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

নড়াইলে ইমামকে মারধরের ঘটনায় সংঘর্ষঃঅস্ত্রসহ আটক ৫

প্রতিবেদক
Jashore Post
মে ১৭, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ
নড়াইলে ইমামকে মারধরের ঘটনায় সংঘর্ষঃঅস্ত্রসহ আটক ৫
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: নড়াইলের কালিয়া উপজেলায় মসজিদের ইমামকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সরদার ও শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার ( ১৬ মে ) বিকেলে হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে আটক করা হয়।

আটকরা হলেন – কালিয়া পৌর এলাকার কুলসুর গ্রামের নান্নু রহমান (৫৫),সাইমন সরদার ( ৩২), এস এম আরিফুজ্জামান( ৩০),মজিবর রহমান (৭০),সেজন সরদার দ্বীপ ( ৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কালিয়া উপজেলার বাবুপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি রমজান আলীকে গত বুধবার আসর নামাজের পর মারধর করে সরদার বংশের রশিদ সরদার। মারামারির ঘটনায় শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ভেতর ওই বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সরদার ও শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে সরদার বংশের মুজিবুর রহমান সরদার মসজিদের ভেতর দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এর ফলে একজন আহত হয়।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলায় ব্যবহৃত অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি, তিনটি টেঁটা, একটি হকিস্টিক, তিনটি রামদা, দু’টি কুড়াল ও একটি ছুরি উদ্ধার করে।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,অস্ত্রসহ সেনাবাহিনী পাঁচ আসামিকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ - সারাদেশ