শ্যামনগর ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা জেলার নওয়াবেকী কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন এ্যাড আব্দুস সালাম খান।
জাতীয় বিশ্ববিদ্যালয় এর গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুত কলেজ/ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি ( সংশোধিত ) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতা বলে ভাইস চ্যান্সেলর মহোদয়েয অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত ৬৭৬০ নং স্মারকে গত ২৪/০৪/২৫ ইং তারিখে অ্যাডভোকেট আব্দুল সালাম খানকে নওয়াবেকী মহাবিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি মনোনীত করায় শ্যামনগর বাসী তাকে সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও কলেজ পরিদর্শক মহোদয় কে অভিনন্দন জানিয়েছেন।
এর আগে আব্দুস সালাম খান বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বৃহৎ খুলনা আইনজীবী সমিতি ঢাকা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি, সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এর দায়িত্ব পালন করেছেন।