মেয়েদের ১৫০০ মিটার দৌড়ে ইতিহাস গড়েছেন কেনিয়ার ফেইথ কিপিয়েগন। প্রথম নারী অ্যাথলেট হিসেবে অলিম্পিকে টানা তিনটি সোনা নিশ্চিত করেছেন। ৩০ বছর বয়সীর এটা চতুর্থ অলিম্পিক।
কিপিয়েগন ২০১৬ সালে, ২০২০ সালেও জিতেছেন সোনা। এবার সোনা জিততেও গড়েছেন নতুন অলিম্পিক রেকর্ড! সময় নিয়েছেন ৩ মিনিট ৫১.২৯ সেকেন্ড।
অস্ট্রেলিয়ার জেসিকা হুল ৩ মিনিট ৫২.৫৬ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। আর গ্রেট ব্রিটেনের জর্জিয়া বেল ৩ মিনিট ৫২.৬১ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।
মাঝামাঝি দৌড়ের প্রতিযোগিতায় কিংবদন্তি তকমা পেতেই পারেন কিপিয়েগন। তার সাফল্যই যার প্রমাণ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘অনেক বছর ধরে পারফর্ম করছি। সোনাও জিতে চলেছি। আমি সেরাটা দেখাতে চাই। তরুণ মেয়ে, নারীদের প্রেরণা দিতে চাই।