আওয়ামীলীগ সরকারের সময় নির্বাচিত ৩২৩ জন পৌর মেয়রকে অপসারণ করা হয়েছে। এছাড়া, অপসারণ করা হয়েছে ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে।রোববার ( ১৮ আগস্ট ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়,স্থানীয় সরকার (পৌরসভা ) ( সংশোধন ) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২( ক ) প্রয়োগ করে পৌরসভার মেয়রদের নিজ নিজ পদ থেকে অপসারণ করা হয়।
এর আগে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে।
একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। এছাড়া,এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।