যশোর আজ শুক্রবার , ১৫ অক্টোবর ২০২১ ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দেশের সব স্কুল শিক্ষার্থীকে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ১৫, ২০২১ ১১:০২ পূর্বাহ্ণ
দেশের সব স্কুল শিক্ষার্থীকে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবেঃ স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

পর্যায়ক্রমে দেশের সব স্কুল শিক্ষার্থীকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে।

বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর ) মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে জেলার দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন ( ১২-১৭ বৎসর ) শিক্ষার্থীকে টিকা প্রদান উদ্বোধনকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘পরীক্ষামূলকভাবে ১০০ জন ছাত্র-ছাত্রীকে টিকা দেওয়া হলো। পরবর্তী পর্যায়ক্রমে দেশের সব শিক্ষার্থীকে এই টিকার আওতায় আনা হবে। টিকা দিয়েই শেষ নয়, তার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন-কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ জাকির হোসেন, স্বাস্থ্য সেবার মহাপরিচালক প্রফেসর ডাঃ এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুননেছা।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, পুলিশ সুপার গোলাম আজাদ খান, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃগৌতম রায়সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সর্বশেষ - লাইফস্টাইল