যশোর আজ রবিবার , ২ মার্চ ২০২৫ ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দূর্নীতির মহোৎসব চলছে বেনাপোল পৌরসভার ট্রেড লাইসেন্স শাখায়

প্রতিবেদক
Jashore Post
মার্চ ২, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
দূর্নীতির মহোৎসব চলছে বেনাপোল পৌরসভার ট্রেড লাইসেন্স শাখায়
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মাহমুদুল হাসান :: যশোরের শার্শা উপজেলার একমাত্র পৌরসভা বেনাপোল পৌরসভাটি দীর্ঘদিন ধরেই দূর্নীতির আখড়ায় পরিনত হওয়ায় পৌর এলাকার নাগরিক সেবা ব্যহত হচ্ছে। এখানে টাকা ছাড়া মেলেনা দ্রুত সেবা বলে গুঞ্জন রয়েছে।

জরুরী সেবা সমূহের মধ্যে যেমন নাগরিক সনদ,মূত্য সনদ,জন্মনিবন্ধন,ওয়ারেশকাম সার্টিফিকেট বিবিধ বিয়য়ে ধার্য্যকৃত ফি বাদেও অতিরিক্ত টাকা না দিলে পৌরসভায় কর্মরতদের কাছ হতে হয়রানী পেতে হয় বলে একাধিক ভুক্তভোগীর অভিযোগ রয়েছে।

যদিও ৫আগস্ট পরবর্তী সরকার পতনের পর বেনাপোল পৌরসভার প্রশাসক হিসাবে শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ডাঃ নাজিব হাসান দায়িত্ব গ্রহণের পর হতে পৌরবাসীর দ্রুত নাগরিক সেবা নিশ্চিতে একাধিক উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়নে কঠোর নির্দেশনা দিলেও পৌরকর্তৃপক্ষের ১ ডজনের বেশী দূর্নীতিগ্রস্থ কর্মকর্তা ও কর্মচারীর অসহযোগীতায় তা আলোর মুখ না দেখায় নিয়ত সেবা প্রত্যাশীদের বিড়ম্বণায় পড়তে হচ্ছে।

কয়েক বছরধরেই বেনাপোল পৌরসভার ট্রেডলাইসেন্স শাখায় আগত সেবা প্রত্যাশীদের কাছ হতে অতিরিক্ত টাকা প্রদান, ইচ্ছে মাফিক ফি নির্ধারন,ঘুসের বিনিময়ে সরকারী ভ্যাট বাদেই নবায়ন,সাইনবোর্ড কর নির্ধারন নিয়ে অর্থবানিজ্যের মত গুরুতর অভিযোগ থাকলেও সাম্প্রতি ঘুস নিয়ে তথ্য লুকিয়ে “এনজি ডায়গনস্টিক এন্ড জেনারেল হসপিটাল লিঃ” এর লাইসেন্স ইস্যু করেছে পৌরকর্তৃপক্ষ বলে অভিযোগ মিলেছে।

সত্যতা যাচায়ে বেনাপোল পৌরসভায় খোঁজ খবর নিয়ে দেখা যায়,বিগত ২৭ অক্টোবর ২০২৪ সালে লাইসেন্স নং-০৩৩২৪ ও মালিকের নাম মোঃ জাহিদুল ইসলাম পিতাঃ মোঃ নুর ইসলাম,স্থায়ী ও অস্থায়ী ঠিকানা নামাজ গ্রাম,বেনাপোল শার্শা যশোহর বরাবর বেনাপোল পৌরকর্তৃপক্ষ একটি ট্রেডলাইসেন্স ইস্যু করেন।

আবেদনকারী এন আই ডি কার্ডে স্থায়ী ঠিকানা ঢাকা জেলার সাভার থানাধীন রাঢ়ীবাড়ি গ্রামের ঠিকানা থাকলেও ট্রেডলাইসেন্স শাখার দায়িত্বরত ওয়াসিমের সহায়তায় অর্থবানিজ্যে তা বদলে নেন তিনি। বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত ইয়াসমিন ( বদলী ) তাতে সাক্ষর করেন।

আবেদনকারী সংযুক্ত হিসাবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও চুক্তিনামার ডিডে স্থায়ী ঠিকানা হিসাবে রাজধানীর ঠিকানা ব্যবহার করলেও বেনাপোল পৌরসভা হতে ইস্যুকৃত ট্রেডলাইসেন্সে তা বদলে যাওয়ায় পৌরকর্তৃপক্ষের কর্মকান্ড জনমনে প্রশ্নবিদ্ধ।

বিষয়টি জানতে পৌরসভার লাইসেন্স শাখার দায়িত্বে থাকা ওয়াসিমের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ট্রেডলাইসেন্স সঠিক তবে ফাইলটি খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে স্থায়ী ঠিকানা গরমিল থাকার সত্যতা নিশ্চিত করে তিনি জানান বিষয়টি প্রশাসক মহোদয়কে অবগত করা হয়েছে।

শার্শা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌরপ্রশাসক ডাঃনাজিব হাসান জানান,অভিযোগের সত্যতা যাচাই বাছাই শেষে প্রয়জোনে ইস্যুকৃত লাইসেন্সটি বাতিল করা হবে।

উল্লেখ্য,ইতিপূর্বেও বেনাপোল পৌরসভার প্রকৌশলী মোশারফ হোসেনের একাধিক অনিয়ম-দূর্নীতি কর্মকান্ডের প্রতিবেদন একাধিক পত্রপত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। দূর্নীতিগ্রস্থ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় এরা আরো উৎসাহিত হচ্ছে। অসাধু কর্মকর্তা-কর্মচারীরা তাদের অর্থবানিজ্য সচল রাখতেই কেবল পৌরসভায় আগত সেবা প্রত্যাশীদের হয়রানী করছে বলে জানা গেছে।

সর্বশেষ - সারাদেশ