
জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী )জেলা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় পুলিশের অভিযানে ৬৫০পিচ মোঃ জিয়াউর রহমান জিয়া ( ২৪ )নামে এক মাদক কারবারী আটক হয়েছে।
সে কক্সবাজার জেলার সদরথানাধীন সুগন্ধা লাইট হাউস এলাকার বাসিন্দা খুকু হাওলাদারের ছেলে। তার বর্তমান ঠিকানা- পিয়ারপুর মৌকরন, থানা পটুয়াখালী সদর, জেলা পটুয়াখালী
শুক্রবার (৮ আগস্ট ) রাত অনুমান সাড়ে ১১ টায় দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেতু টোল প্লাজায় পুলিশের অভিযানে ইয়াবাসহ জিয়া আটক হয়।
এ সংক্রান্তে আটককৃতের বিরুদ্ধে( দুমকি থানায় মামলা নং – ৩ ও তারিখ ৯/ ৮/ ২৫ ইং) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে,গ্রেফতার দেখিয়ে তাকে কোর্টে প্রেরন করেছে বলে থানা পুলিশ জানিয়েছেন।