যশোর আজ বৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দুই রেকর্ড গড়লেন ভারতের পেসার আরশদীপ

প্রতিবেদক
Jashore Post
জুন ১৩, ২০২৪ ১১:১৬ পূর্বাহ্ণ
দুই রেকর্ড গড়লেন ভারতের পেসার আরশদীপ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ভারতের পেসার আরশদীপ সিং। ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। গড়েন দুই-দুটি রেকর্ড।

এদিন ইনিংসের প্রথম বলেই উইকেট নেন আরশদীপ। এর মধ্য দিয়ে ভারতের প্রথম কোনো বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসের প্রথম বলেই উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি।

তার আগে ৮ বিশ্বকাপে এই রেকর্ড গড়তে পারেননি ভারতের কোনো বোলার। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই তিনি এলবিডব্লিউ করেন যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ব্যাটসম্যান শায়ান জাহাঙ্গীরকে।

নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ৯ রান দিয়ে ৪টি উইকেট নেন আরশদীপ। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় কোনো বোলারের সেরা বোলিং ফিগার। তার আগে ২০১৪ বিশ্বকাপে রবীচন্দ্রন অশ্বিন ৩.২ ওভার বল করে ১১ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। সেটা ছিল এতোদিন বিশ্বকাপে ভারতীয় কোনো বোলারের সেরা বোলিং। আজ সেটাকে পেছনে ফেললেন আরশদীপ।

এবারই প্রথম ভারতীয় কোনো বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ওভার বল করে ১০ রানের কম দিলেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে ভারত যুক্তরাষ্ট্রকে ৮ উইকেট হারিয়ে ১১০ রানের বেশি করতে দেয়নি।

সর্বশেষ - লাইফস্টাইল