চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডের তিনতলায় হঠাৎ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় । তবে এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি ।
শুক্রবার ( ৩১জানুয়ারি )বিকাশ ৫টা ২৫ মিনিটে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের তিন তলা পুরুষ মেডিসিন ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।পরে এ আগুন পাশের গারবেজ ষ্টোরের রুম ও চার তলায় ছড়িয়ে পড়ে ।
সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে আগুনের সুত্র কি থেকে হয়েছে তখন স্পষ্ট করে বলতে পারেনি সিভিল ডিফেন্স ।
দিনাজপুর মেডিক্যাল কলেজের পরিচালক ডাঃ এ বি এম নুরুজ্জামান বলেন সিগারেটের আগুন বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে এটা খতিয়ে দেখা হচ্ছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি ।ঔষধের কার্টুনের ষ্টোরে আগুন লেগেছিল কোন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।তবে আগুন দেখার সাথে মেডিসিন পুরুষ ওয়ার্ডের রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে ।