চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দিনাজপুর পল্লী বিদ্যুৎ গ্রাহক পরিচালক সমিতির সহ সভাপতি মোঃ মশিউর রহমান ও সদস্য সচিব ( এলাকা পরিচালক )মোঃ সাজ্জাদুল ইসলামকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১এর উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে নিম্ন পদস্থ কর্মচারী ও ইলেকট্রিশিয়ান সমিতির সদস্যরা।
গত মঙ্গলবার ( ২০আগস্ট ) সকালে দিনাজপুর সদরের উওর গোবিন্দপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতি ১এর প্রধান কার্যালয়ে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১এর সিনিয়র জেলারেল ম্যানেজার মোঃ আক্তার হোসেনের উপস্থিতিতে মানব বন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ গ্রাহক পরিচালক সমিতির সহ সভাপতি মোঃ মশিউর রহমান ও সদস্য সচিব মোঃ সাজ্জাদুল ইসলামের রোষানলে উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন পদস্থ কর্মচারী ও দৈনিক হাজিরা ভিত্তিক দিনমজুর ও ইলেকট্রিশিয়ান কেউ রক্ষা পাইনি।
দিনের পর দিন তাদের অন্যায় আর অবিচার নীরবে সহ্য করেছি।আর না,তাদের হাত থেকে আমরা পরিত্রাণ চাই।তাদের পল্লী বিদ্যুত সমিতি থেকে অপসারন করতে হবে।দিনাজপুর সদর ৩আসনের সাবেক এমপি ও হুইপ ইকবালুর রহিমের ছত্র ছায়ায় থেকে একের পর এক অন্যায় করে গেছে।জি এম সাইফুল ইসলামকে জিম্মি করে দিনাজপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৬ লক্ষ টাকা আদায় করেছেন।
একইভাবে ডিজিএম মোঃ আব্দুল কাদেরকে শহরের সুইহারি মা ফার্নিচারের আয়নাঘড়ে ঢুকিয়ে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করেছে।এসি আর নাম্বার দেবার নাম করে বিভিন্ন অফিসারদের কাছ থেকে অর্থ আদায় করেছে।তাদের হাত থেকে রেহাই পাইনি দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা সামান্য নৈশ প্রহরী ও ইলেকট্রিশিয়ানরাও।
বিধি মোতাবেক দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত নিরাপত্তা প্রহরী সুলেন চন্দ্র রায়ের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে চাকুরিচ্যুত করে পুনরায় চাকুরি ফেরত দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা দাবি করে ২লাখ টাকা হাতিয়ে নেয় এবং সাবুল নামের অন্য এক ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করে।
এ ঘটনায় সুলেন বাদী হয়ে বোচাগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন । এছাড়া বিভিন্ন জোনের ইলেকট্রিশিয়ানদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় এমনকি সদরের দক্ষিন কোতয়ালি বটের হাট গোবিন্দপুর এলাকার বাসিন্দা ফজর আলী নামক এক ব্যাক্তির কাছ থেকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ১লক্ষ টাকা হাতিয়ে নেওয়াসহ সহ সভাপতি মোঃ মশিউর রহমান ও সদস্য সচিব (এলাকা পরিচালক )মোঃ সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে যা বলে শেষ করা যাবে না।
পল্লী বিদ্যুত সমিতি ১এর ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি মোঃ জুলফিকার আলী বলেন দৈনিক মজুরি ভিত্তির নিরাপত্তা প্রহরী সুলেন চন্দ্র রায়কে চাকুরিতে পুনঃবহালের আশ্বাস দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। গরু ছাগল বিক্রি করে সে দুই লাখ টাকা দেবার পরেও তাকে চাকুরি না দিয়ে তার জায়গায় অন্যজনকে চাকুরি দেওয়া হয়।
এ ঘটনাটি সুলেন আমাকে জানালে আমি বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে কথা বললে গত ১৫আগস্ট সন্ধ্যায় মোঃ মশিউর রহমান দলবল নিয়ে আমার সুইহারি ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় এবং প্রাননাশের হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায় ।এই মর্মে আমি দিনাজপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভূক্ত করেছি।
মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসময় পল্লী বিদ্যুত সমিতির বিভিন্ন জোনের ডিজিএম,এজিএমসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।