যশোর আজ রবিবার , ৩ নভেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দিনাজপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ৩, ২০২৪ ৯:৪৪ পূর্বাহ্ণ
দিনাজপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চন্দন মিত্র ( দিনাজপুর)জেলা প্রতিনিধি :: “ সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত হয়েছে।

আলোচনা সভা, র‌্যালীসহ ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ দিনাজপুর।

শনিবার( ২ নভেম্বর-২০২৪ ) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ দিনাজপুরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত ) সোহাগ চন্দ্র সাহা। জেলা সমবায় অফিসার শেখ মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন।

সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষক ও অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন, ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ আহসান হাবিব, ম্যানেজার মোঃ গোলাম কিবরিয়া, দিনাজপুর ইমাম ওলামা কল্যাণ সমবায় সমিতির অধ্যক্ষ মাওলানা রফিকুল্যাহ মাজহারী, উপশহর মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উদ্যোক্তা আরজিনা বেগম, জেলা সমবায় অফিসের উপ-সহকারী নিবন্ধক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।


আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। এর পূর্বে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ এর কর্মসূচীর উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা এবং সমবায় পতাকা উত্তোলন করেন জেলা সমবায় অফিসার শেখ মোঃ হারুন-অর-রশিদ।

সর্বশেষ - সারাদেশ