যশোর আজ সোমবার , ৫ জুন ২০২৩ ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব‍্যবসায়ি আটক

প্রতিবেদক
Jashore Post
জুন ৫, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ণ
দিনাজপুরে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব‍্যবসায়ি আটক
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চন্দন মিত্র, দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের র‍্যাব-১৩এর অভিযানে ৫৯২বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ দুই শীর্ষ মাদক ব‍্যবসায়ি আটক হয়েছে।

৪ জুন রবিবার ভোরে দিনাজপুর শহরের বড়বন্দর নতুনপাড়ায় র‍্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী ১ দিনাজপুরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদক ব‍্যবসায়ি জাহিদ ইসলামের বাড়ীর শয়ন কক্ষ হতে ৫৯২বোতল অবৈধ মাদকদ্রব‍্য ফেন্সিডিলের একটি চালানসহ শীর্ষ মাদক ব‍্যবসায়ি মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ জাহিদ ইসলাম ( ৩৮) এবং চিরিরবন্দর উপজেলার সুকদেবপুর গ্রামের আব্দুল ওয়াকিব মন্ডল মুকুলের ছেলে ফিজার মন্ডল ( ২৩) কে হাতে নাতে আটক করে।

আটককৃত শীর্ষ মাদক কারবারী মোঃ জাহিদ ইসলাম ও ফিজার মন্ডল দিনাজপুরে মাদক সিন্ডিকেটের অন্যতম মূলহোতা বলে ধারণা করা হচ্ছে ।তারা উভয়ে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন ছদ্দবেশে মাদক ঢুকিয়ে তা নিজ বাড়ীতে মজুদ রেখে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী ও খুচরাভাবে সরবরাহ করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে,তাদের পরিচালিত মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিডিল, ফেন্সিগ্রিপ, এমকেডিল ইত্যাদি সংগ্রহ করে তা দেশের বিভিন্ন ধরনের শীর্ষ মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে মর্মে স্বীকার করে।

আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন।

সর্বশেষ - লাইফস্টাইল