চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি ::দিনাজপুরে আগ্নেয়াস্ত্রসহ ছাদেকুল ইসলাম( ৪১)নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার( ৮ফেব্রুয়ারী )ভোর ৪টার দিকে সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের সোনাহার পাড়া এলাকার নিজ বাসা থেকে একটি পিস্তল ও গুলিসহ তাকে আটক করা হয়। আটক ছাদেকুল ইসলাম একই ইউনিয়নের আলাউদ্দিনের ছেলে।
এঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান বলেন শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেজর তানভীরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাদেকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি পাওয়া যায় । তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।