যশোর আজ শুক্রবার , ২১ মার্চ ২০২৫ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দিনাজপুরে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Jashore Post
মার্চ ২১, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ
দিনাজপুরে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চন্দন মিত্র( দিনাজপুর )জেলা প্রতিনিধি :: দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১৮মার্চ ) বিকালে ফুলবাড়ি ১নং এলুয়ারি ইউনিয়নের তেলিপাড়া গ্রামে নিহতের স্বামী মহরম আলীর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে ।

নিহতরা হলেন পার্বতীপুর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের চকযামেনী কাজিপাড়া গ্রামের আবুল হোসেনের মেয়ে এবং মহরম আলীর স্ত্রী লাকি বেগম (৩৮)ও তার কন্যা মরিয়ম (৭)।

স্থানীয় এলাকাবাসী জানায়,প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সাত বছর আগে লাকিকে বিয়ে করেন মহরম। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীর পরকীয়া নিয়ে সন্দেহ করেন স্বামী। এরই জেরে তাদের পারিবারিক কলহ চলছিল। আজ সকালে প্রথম স্ত্রীর মেয়েকে ঈদের উপহার দিতে যান মহরম। বাড়ি ফিরে দেখেন স্ত্রী-মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ।

এদিকে, লাকির সংগে পাশের বাড়ির আজিজুল ইসলাম নামে এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক নিয়ে আজ রাতে গ্রাম্য সালিশি তাদের গ্রাম থেকে বের করে দেওয়ার কথা ছিল। এতে লোকলজ্জার ভয়ে মেয়েকে নিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে এলাকায় গুঞ্জন উঠে। নিহতের মাতা মঞ্জিলা বেগমের দাবি সন্দেহজনক মৃত্যু।

ফুলবাড়ী থানার পরিদর্শক ( তদন্ত ) আব্দুল্লাহ আল মামুন বলেন,লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী মহরম আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে ।

সর্বশেষ - সারাদেশ