চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি:: জমকালো ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে অনুষ্ঠিত হলো মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বর্ষে পদার্পণ উৎসব ।
বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবে ( নিমতলায় ) কেক কেটে মাছ রাঙা টেলিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাঃ তৌহিদুল ইসলাম ।
প্রেস ক্লাবের সভাপতি নুরুল হুদা দুলালের সভাপতিত্বে এবং আজকের পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি আনিসুল হক জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অথিতি দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহা:তৌহিদুল ইসলাম।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পাটোয়ারী বিজনেস হাউজের স্বত্বাধিকারী শহীদুর রহমান পাটওয়ারী মোহন, চেম্বার অফ কমার্স এর পরিচালক মৌলভী ব্রাদার্স এর স্বত্বাধিকারী শামীম কবির সহ দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের দিনাজপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু,সাবেক সহ সাধারণ সম্পাদক শাহিন আলম-
প্রথম আলোর জেলা প্রতিনিধি রাজু ,দীপ্ত টিভির সুলতান মাহমুদ,দিনবদলের সংবাদ পত্রিকার সম্পাদক রেজাউল ইসলাম ,খবর একদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোফাসিলুল মিলন,আমার দেশ পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুব খান প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন দিনাজপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর সার্বিক তত্বাবধানে আয়োজিত মাছরাঙা টেলিভিশনের জন্মদিনে বক্তারা বলেন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি দর্শকদের চিত্তবিনোদনে মাছরাঙা টেলিভিশন যে ভূমিকা রেখে চলেছে তা সত্যি প্রশংসার দাবিদার ।
দীর্ঘ পথ পরিক্রমায় প্রান্তিক পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে অনেক ঘাত প্রতিঘাত উপেক্ষা করে তথ্য সংগ্রহ করে সংবাদ পরিবেশনের অগ্রপথিক দীপ্ত টেলিভিশন।সেই সাথে মাদক ও মাদক সম্রাটদের বিরুদ্ধে সংবাদ করাসহ দিনাজপুর প্রতিনিধি রঞ্জুর ভয়কে জয় করে সফলতার একাধিক দৃষ্টান্ত তুলে ধরেন ।
এসময় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।