যশোর আজ রবিবার , ৮ অক্টোবর ২০২৩ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দিনাজপুরে বাকী না দেওয়ায় প্রতিষ্ঠানে ভাংচুর চালালো দুষ্কৃতকারীরা

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৮, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ
দিনাজপুরে বাকী না দেওয়ায় প্রতিষ্ঠানে ভাংচুর চালালো দুষ্কৃতকারীরা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধি :: বাকীতে পান সুপারি বিক্রি করতে রাজি না হওয়ায়  দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের মুরাদপুর সাহেবডাঙ্গা বাজারে সিরাজুলের দোকানে ভাংচুর চালায়কতিপয় দুষ্কৃতীকারী।

গত শুক্রবার রাত ৮টা ৩০মিনিটে বাজারে প্রবেশ করে সিরাজুল ইসলামের টিন দিয়ে করা পান সিগারেটের দোকানটি ভেঙে মালামাল তছনছ করে ব্যাপক ক্ষতি সাধন করে তারা। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠান ভাংচুরকারীরা অসহায় পান ও ডিম বিক্রেতা মোঃ সিরাজুল ইসলামের বড় ধরনের ক্ষতি করার হুমকী দিয়ে চলে যায়।

এ ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় পিতা মৃত জমিল উদ্দিনের ছেলে মোঃ নুরু( ৪৫ ),মোঃ জমির উদ্দিন মেকারের ছেলে মোঃ  জামান( ২৮ ),মৃত আশরাফ আলীর ছেলে মোঃ রিয়াজুল ইসলাম,নেরু মোহাম্মদের ছেলে মোঃ রবিউল ইসলাম ( ৩৫ )এবং মৃত আতাবুদ্দিনের ছেলে মোঃ মোনাব্বর( ৪০ )এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

দায়েরকৃত অভিযোগসুত্রে জানা যায় উক্ত বিবাদীরা বাকিতে পান সুপারি খেতে আসলে তাদের বাকি না দেয়ায় পরিকল্পিতভাবে দোকান ভাংচুর করে ক্ষতিসাধন চালায়। কোতয়ালী থানা সূত্রে জানা যায়, অভিযোগের তদন্দ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - সারাদেশ