
চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: পিবিআই এর সহযোগিতায বেরিয়ে এলো রহস্যের ধূম্রজালে আটকে থাকা দিনাজপুরের বীরগঞ্জে প্রাণ দাস(২৫) নামে এক যুবকের মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য।
প্রাণ দাসের মৃত্যুকে আত্মহত্যা বলে প্রচার করা হলেও, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ( পিবিআই ) তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য— এটি আত্মহত্যা নয়, বরং পরকীয়ার জেরে সংঘটিত এক সুপরিকল্পিত হত্যা।
বুধবার ( ২৯ অক্টোবর ) বিকেল সাড়ে চারটায় দিনাজপুর পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিবিআই, দিনাজপুরের অ্যাডিশনাল ডিআইজি মাহফুজ্জামান আশরাফ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন,প্রাণ দাস হত্যাকাণ্ডটি প্রথমে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হলেও, আমাদের তদন্তে প্রমাণ মেলে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
গত ২০ অক্টোবর বীরগঞ্জ থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা নং-১৪ দায়ের করা হয়। নিহত প্রাণ দাসের মা সারতী রাণী দাস শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন যে তার ছেলেকে হত্যা করা হয়েছে। এই বিষয়ে কোথাও কোনো সহযোগিতা পাইনি। কোথাও সহযোগিতা না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত পিবিআই, দিনাজপুরের কাছে লিখিত আবেদন করেন।
পিবিআইয়ের অনুসন্ধানে উঠে আসে, ঘটনার দিন প্রাণ দাসকে হত্যা করেন তার শ্বশুর নিপেন্দ্র নাথ রায়, শাশুড়ি জোসনা রানী, স্ত্রী পূজা রাণী দাস ও শালা বাবু দিপু রায়। হত্যার পর তারা ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন। শাশুড়ি প্রথমে থানায় গিয়ে ‘ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা’ বলে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
পিবিআইয়ের এসআই ( নিরস্ত্র ) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ছায়া তদন্তে উদ্ঘাটিত হয় আসল ঘটনা। প্রমাণ মেলে— এটি ছিল সুপরিকল্পিত হত্যা। পরবর্তীতে ২০ অক্টোবর রাতে বীরগঞ্জ উপজেলার ডাকেশ্বরী গ্রাম থেকে চারজন আসামিকে গ্রেফতার করা হয়।
আদালতের অনুমতিক্রমে জিজ্ঞাসাবাদে দিপু রায় ও পূজা রাণী দাস হত্যার কথা স্বীকার করেন। দিপুর জবানবন্দি অনুযায়ী, পূজা রাণীর পরকীয়া সম্পর্কের জেরে পারিবারিক কলহের সৃষ্টি হয়, যা থেকেই প্রাণ দাসকে হত্যা করা হয়। পরে দিপুর ঘর থেকে হত্যায় ব্যবহৃত ইট তৈরির ফার্মা ও খাট জব্দ করে পুলিশ।
তদন্তের নেতৃত্বে থাকা দিনাজপুর জেলার অ্যাডিশনাল ডিআইজি মাহফুজ্জামান আশরাফ বলেন, পিবিআই সবসময় গুরুত্বপূর্ণ মামলার সঠিক ও নিরপেক্ষ তদন্তে কাজ করে আসছে। এই মামলাটি ছিল এক অসহায় মায়ের কান্নার প্রতিদান। আমরা স্বল্প সময়ের মধ্যেই প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। এতে সাধারণ মানুষের মধ্যে পিবিআইয়ের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।