সর্বশেষ খবরঃ

দিনাজপুরে কিন্ডার গার্ডেন সোসাইটির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দিনাজপুরে কিন্ডার গার্ডেন সোসাইটির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
দিনাজপুরে কিন্ডার গার্ডেন সোসাইটির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুরে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পত্র বাতিলের দাবিতে বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটির আয়োজনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৪ জুলাই-২০২৫) সকাল ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সম্মুখ সড়কে বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি দিনাজপুর জেলা ও সদর উপজেলা শাখার শিক্ষক ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচী শেষে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি )নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রায় ৪৫ হাজার কিন্ডার গার্ডেন রয়েছে। এছাড়া সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, বিজিবি, জেলা প্রশাসন পরিচালিত, চেম্বার অব কমার্স ও লায়ন্স ক্লাব পরিচালিত অসংখ্য বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

প্রাথমিক শিক্ষায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিচালিত কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা ক্ষেত্রে এক যুগান্তকারী ও সমপোযোগী ভূমিকা পালন করে চলছে।

কিন্তু হঠাৎ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৫ জুলাই-২০২৫ তারিখে নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক (স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫) প্রকাশিত পত্রের মাধ্যমে কিন্ডার গার্ডেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হওয়ার এক প্রজ্ঞাপন জারি করে যা পত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে।

বৃত্তি শুধু একটি একটি আর্থিক অনুদানই নয়, এটি একটি শিশু আত্মবিশ্বাস মেধা স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে, তার বন্ধুরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করছে কিন্তু সে অংশগ্রহন করতে পারছে না শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরণ ভিন্ন বলে তখন তার মনে নেতিবাচক প্রভাব পড়বে এবং শিশুদের মধ্যেই একটি বৈষম্যমূলক মনোভাব তৈরি হবে।

জেলা সহ সভাপতি হুমায়ুন কবির সরকার বলেন, কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করবে পারবে না। আমরা এই পত্রটিকে প্রত্যক্ষান করে প্রত্যাহারে দাবী জানাই।

অতএব ১৭ জুলাই-২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অবহিতকরণ পত্রটি বাতিল করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা যাতে পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহন করতে পারে, তার ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি।

এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক বেলাল হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি আবু ছাত্তার,সাধারণ সম্পাদক মাহফুল আহমেদ প্রমুখ।

আরো খবর

জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে প্রায়১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
গোবিন্দগঞ্জে প্রায় ১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকির আলগীতে কারেন্ট জালসহ আটক-২
দুমকির আলগীতে কারেন্ট জালসহ আটক-২
প্রতিবন্ধী রবিউল ইসলামের কাঁধে আরেক বোঝা প্রতিবন্ধী কন্যা
প্রতিবন্ধী রবিউল ইসলামের কাঁধে আরেক বোঝা প্রতিবন্ধী কন্যা
হাজার প্রদীপ জ্বেলে ও আকাশে ফানুস উড়িয়ে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা
খাগড়াছড়িতে হাজার প্রদীপ জ্বেলে ও আকাশে ফানুস উড়িয়ে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা