যশোর আজ সোমবার , ২৯ এপ্রিল ২০২৪ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দিনাজপুরে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহত ও আহত-৬

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ২৯, ২০২৪ ১০:০৫ পূর্বাহ্ণ
দিনাজপুরে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহত ও আহত-৬
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চন্দন মিত্র, দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুর বিরল উপজেলার সাধারন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ পরবর্তী সহিংসতার ১জন নিহত ও পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৬ জন।

প্রিসাইডিং অফিসার কর্তৃক সাক্ষরিত ভোট গননার ফলাফলের কাগজ প্রদানকে কেন্দ্র করে রবিবার ( ২৮ এপ্রিল )সন্ধ্যা ৭টায় দিনাজপুর বিরল উপজেলার ১নং আজিমপুর ইউনিয়নের সিংগুইল হামিদ হামিদা উচচ বিদ্যালয় নির্বাচনী ১নং কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।এ ঘটনায় সিংগুইল ডাঙ্গাপাড়া গ্রামের মোহাম্মদ আলী(৭০)নিহত হয়।

এলাকাবাসীর অভিযোগ পুলিশের ছোড়া  গুলিতে আহত হয়েই মোহাম্মদ আলী মৃত্যু বরন করেছেন। ১নং আজিমপুর ইউনিয়নের সিংগুইল হামিদ হামিদা উচচ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন ভোট গণনা শেষে ভোটের ফলাফলের কাগজ প্রার্থীদের প্রতিনিধি ও কেন্দ্রের দেয়ালে লাগিয়ে দেয়া হয়।কিন্তু কে বা কাহারা কেন্দ্রের বাইরে গিয়ে অপপ্রচার চালায় ফলাফলের কাগজ দেয়া হচ্ছে না।

এতে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আল মামুনের কর্মী সমর্থকদের মধ্যে সৃষ্টি হয় চরম উত্তেজনা ,পুলিশ প্রশাসনকে লক্ষ করে ছুড়তে থাকে ইট পাটকেল,এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

এক পর্যায়ে মামুনের কর্মী সমর্থকরা পুলিশি বাধাঁ অতিক্রম করে কেন্দ্রের প্রধান ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে ।এতে মোহাম্মদ আলীসহ কয়েকজন আহত হয় ।আহত মোহাম্মদ আলীকে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় ।

এ ঘটনার পরপরেই জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ আনছার বাহিনীর সদস্যের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি করে দিচ্ছি । আগামী তিনদিনের মধ্যে ঘটনার বিষয়ে তদন্ত করে তদন্ত প্রতিবেদন সরকারের নিকট দাখিল করবে বলে তিনি আরো জানান।

সর্বশেষ - সারাদেশ