যশোর আজ বুধবার , ৩০ আগস্ট ২০২৩ ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দিনাজপুরে অটো রাইস মিলের ষ্টিম বয়লার বিস্ফোরনে নিহত-১

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ৩০, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ
দিনাজপুরে অটো রাইস মিলের ষ্টিম বয়লার বিস্ফোরনে নিহত-১
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে প্রগতি অটো রাইস মিলের ষ্টিম বয়লারের পাইপ বিস্ফোরনে সুমন ( ১৮) শ্রমিক নিহত হয়েছে।সে দিনাজপুর শহরের মির্জাপুর হঠাৎ পাড়ার শুকুর আলীর ছেলে।

গত ২৮ আগস্ট সকাল ৯টায় দিনাজপুর শহরের রাজবাড়ি কাটাপাড়া এলাকায় প্রগতি অটো রাইস চালু করার পর হঠাৎ ষ্টিম বয়লারটি প্রচন্ড শব্দে বিস্ফোরন ঘটলে পাইপ ফেটে গিয়ে ফুটন্ত পানিতে সেখানে কর্মরত সুমনের সমস্ত শরীর ঝলসে যায়।পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক‍্যাল কলেজ হাসপাতালে তার মৃত‍্যু হয়।ষ্টিম বয়লারটি দীর্ঘদিনের পুরাতন এবং বন্ধ থাকার পর হঠাৎ চালু করায় এ বিস্ফোরন ঘটেছে বলে এলাকাবাসীর দাবি।

নিহত শ্রমিক সুমনের বাবা ভ‍্যান চালক শুকুর আলীর সাথে কথা বললে তিনি প্রতিনিধিকে জানান,তার ছেলে প্রগতি অটো রাইস মিলে সকালে কাজ করতে গিয়ে বয়লার বিস্ফোরনে মারা গিয়েছে।

২৯আগষ্ট সকালে নিহত সুমনের বাড়িতে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ন ফারুক চৌধুরী শামীম চাউল কল মলিক সমিতির মোসাদ্দেক হোসেন পাপ্পু, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম সহ অটো রাইস মিল ও চাউলকল মিলের নেতৃবৃন্দরা উপস্থিতি হন। দাবী দাওয়া পুরনের আশ্বাসের মধ‍্য দিয়ে মৃত ব‍্যক্তির পরিবারের সাথে আলোচনা শেষে জোহরের নামাজ শেষে মির্জাপুর কবরস্থানে নিহত সুমনের দাফন কার্য সম্পন্ন হয়।

আলাপ আলোচনাকালে একাধিক ব‍্যক্তি প্রগতি অটোরাইস মিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে বলে জানা গেছে। বয়লারটি দীর্ঘদিনের পুরাতন এবং তাদের ব্যবহৃত যানবাহন চলাচলে যেমন রাস্তাঘাট ঠিক থাকছে না,তেমনি মিলের ছাইয়ের কারনে এলাকাবাসির জীবন দুর্বিসহ হয়ে পড়েছে।

আপোষ মিমাংসা প্রশ্নে?পরিবারের সদস্যদের সাথে আলোচনাকালীন সময়ে উপস্থিত থাকা পৌর সভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, মৃতের পরিবারের সাথে কোন আপোষ মিমাংসা হয়নি।

ঘটনার বিষয়টি নিয়ে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তার সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান দূর্ঘটনা সম্পর্কে তারা কিছুই জানে না। তবে প্রগতি অটোরাইস মিলের পরিবেশ অধিদপ্তের হালনাগাদ ছাড় পত্র নেই বলে অভিমত ব‍্যক্ত করেন।

সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ রমিজ আলমের সাথে কথা বললে তিনি জানান দূর্ঘটনায় নিহতের পরিবারকে বর্তমানে সমবেদনা জানান এবং আর্থিক সহোযোগিতার আশ্বাস দেন। অটো রাইস মিলের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা গ্রহনের কথা জিজ্ঞেস করলে তিন সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন।

প্রগতি অটো রাইস মিলের মালিকের মুঠো ফোনে কথা বললে দাম্ভিকতার সাথে স্থানীয় সাংবাদিক নেতা তার আপনজন বলে জানিয়ে বিষয়টি তিনি ভিন্নভাবে উপস্থাপন করেন। তবে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং চাউল কল মালিক সমিতির পক্ষ থেকে মৃতের পরিবারকে সার্বিক সহোযোগিতা করার আশ্বাস দেন।

যে কোন কারনেই হোক দূর্ঘটনা ঘটতে পারে। তবে এত বড় মিল চালু করার পূর্বে ত্রুটি বিচ‍্যুতি সঠিকভাবে চেক না করেই কিভাবে মিল চালু হলো?সার্বক্ষনিক ফোর ম্যান থাকার কথা থাকলেও দূর্ঘটনাকালীন সময়ে সে কতটুকু দায়িত্ব পালন করেছে? পরিবেশ অধিদপ্তরের হালনাগাদ ছাড়পত্র ছাড়াই কি ভাবে মিল চালু হলো?এমন অনেক প্রশ্নই এখন এলাকাবাসীসহ সচেতন মহলের।


সর্বশেষ - লাইফস্টাইল