চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: সফলতা অর্জনে দারিদ্রতা যে অন্তরায় হতে পারে না,জিপিএ-৫ পেয়ে আবারও দৃষ্টান্ত স্থাপন করলো দরিদ্র দিনমজুরের ছেলে সুমন বাবু। দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের পাতলশাহ গ্রামের দিনমজুর মোকছেদুর রহমানের ছেলে সুমন বাবু ঠাকুরাইন হাট উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
দারিদ্রকে তোয়াক্কা না করে,রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ি সুমন বাবু অর্জন করেছে পরিবারের কল্পনাতীত অভাবনীয় সাফল্য।
সন্তানের এই সাফল্যে দিনমজুর বাবা মোকছেদুর রহমান আবেগ আপ্লুত কন্ঠে বলেন অভাব অনটনের সংসার,দুবেলা ঠিকমতো খাবার জোগাড় করতেই হিমসিম খেতে হয়। সেখানে সন্তানের লেখাপড়া করানোটা আমাদের কাছে বামন হয়ে চাঁদে হাত দেবার মতো।ঠিকমতো তার পড়ালেখার খরচ দিতে পারিনি,প্রাইভেট দিতে পারিনি তারপরেও আমার ছেলে এতো ভাল রেজাল্ট করবে তা কখনোই ভাবিনি।
তবে তিনি স্কুলের শিক্ষকদের আন্তরিকতার পাশাপাশি দ্যা সান সাইন টিচিং এন্ড কম্পিউটার লার্নিং প্লেস এর পরিচালক শামিম সরকার সবুজের ঐকান্তিক প্রচেষ্টা ও অনুপ্রেরনার কারনেই তার ছেলের এই সফলতা এসেছে বলে তিনি আরো জানান।
জিপিএ ৫প্রাপ্ত সুমন বাবু জানান,আমি জিপিএ -৫পেয়ে অনেক খুশি। ভাল রেজাল্ট করার পিছনে কোচিং এর পরিচালক শামিম সরকার সবুজের অবদান অপরিসীম।
দ্যা সান সাইন টিচিং এন্ড কম্পিউটার লার্নিং প্লেস এর পরিচালক বলেন অধ্যবসায় আর নিজের চেষ্টা থাকলে দারিদ্র্যতা কখনোই সফলতার অন্তরায় হতে পারে না। আমি উপলক্ষ মাত্র।আমি শুধু তাদের গাইড লাইন দিয়েছি।বাকিটা তারা তাদের মেধা ও ইচ্ছা শক্তিতেই অর্জন করেছে।
উল্লেখ্য ২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় দ্যা সান সাইন টিচিং এন্ড কম্পিউটার লার্নিং প্লেস এ ৪৩জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহন করে। তার মধ্যে জিপিএ -৫সহ সকল শিক্ষার্থী ভাল রেজাল্ট করেছে।