যশোর আজ বুধবার , ২৬ জুলাই ২০২৩ ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

তত্ত্বাধায়ক নয় নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবেঃশামীম হায়দার এমপি

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২৬, ২০২৩ ১০:৫৯ পূর্বাহ্ণ
তত্ত্বাধায়ক নয় নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবেঃশামীম হায়দার এমপি
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) :: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মেধাবি শিক্ষার্থী, অসহায় ব্যক্তিদের মাঝে বাইসাইকেল, ফ্যান ও নলকুপ এবং বীর মুক্তিযোদ্ধাদের চেয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার বামনডাঙ্গা হাসানগঞ্জস্থ পল্লীবন্ধু এরশাদ হাসপাতাল চত্বরে ওইসব উপকরণ বিতরণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন,জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিশ্বাস করেনা।আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ যাতে নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এর জন্য সুষ্ট নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে। তিনি আগামী নির্বাচনে লাঙল মার্কায় ভোট দিয়ে তার ব্যাপক উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলম, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, থানার ওসি কে এম আজমিরুজ্জামান, উপজেলা জাতীয়পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি জহুরুল হক বাদশা,সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডলসহ উপজেলা,পৌর ও ইউনিয়ন জাতীয় পাটির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সাংসদ শামীমের ব্যক্তিগত অর্থায়ন এবং এলজিইডির একটি প্রকল্পের বরাদ্দের অর্থ হতে উপকরণ সমুহ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের অফিসের জন্য ১৫টি কাঠের চেয়ার, ৩০২টি ফ্যান, ১৬০টি নলকুপ এবং ৭০টি বাইসাইকেল ।

এর আগে সকাল ৮টায় পল্লীবন্ধু চত্বরে জাতীয় পাটি ও তার সহযোগী সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।এতে সাংসদ শামীমসহ পৌরসভা ও ১৫টি ইউনিয়নের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন।

সর্বশেষ - লাইফস্টাইল