যশোর আজ শনিবার , ১০ জুন ২০২৩ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ঢাকা-ভাঙ্গা ট্রেন চলবে সেপ্টেম্বরেঃরেলমন্ত্রী

প্রতিবেদক
Jashore Post
জুন ১০, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ
ঢাকা-ভাঙ্গা ট্রেন চলবে সেপ্টেম্বরেঃরেলমন্ত্রী
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন,ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর অংশের ৮৭ কিলোমিটার রেললাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল করবে।

শনিবার ( ১০ জুন ) বেলা ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেলস্টেশন পরিদর্শন ও রেললাইনের নির্মাণকাজের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, আগামী আগস্টে মাওয়া থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত ট্রায়াল রান করাতে পারব।এর আগে ভাঙ্গা থেকে পদ্মা সেতু পার হয়ে মাওয়া পর্যন্ত ট্রায়াল রান করেছিলাম তাই আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল যোগাযোগ উদ্বোধন করবেন।

তিনি আরও বলেন, ফরিদপুরের ভাঙ্গার বামনকান্দায় নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের রেলস্টেশন এবং যশোর জংশন। তাই ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার সেপ্টেম্বরে ট্রায়াল রান করাতে পারব বলে আশা করছি।এছাড়া কোভিড-১৯ ও রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক বাঁধা-বিপত্তি অতিক্রম করতে হচ্ছে। এ কারণে আমরা যথাসময়ে কাজ শেষ করতে পারি নাই।

নুরুল ইসলাম সুজন বলেন, বামনকান্দা রেলস্টেশনে এখন ৬টি লাইনের কাজ প্রায় শেষের পথে। আরও ৪টি নতুন রেললাইন নির্মাণ করা হবে। সেই জায়গা রাখা হয়েছে।এই নতুন ৪ লাইন দিয়ে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত ট্রেন চলাচলের করবে। এছাড়া বর্তমানে ভাঙ্গা থেকে রাজবাড়ী ট্রেন চলাচল করছে। সেপ্টেম্বরে ট্রেন চালু হলে দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটবে ।

এ সময় উপস্থিত ছিলেন পদ্মা রেল প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ, কর্নেল ফারুক হোসেন, ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার,ফরিদপুর জেলা পুলিশ সুপার শাহজাহান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিমউদ্দিন, ভাঙ্গা থানার ওসি মোঃ জিয়ারুল ইসলামসহ আরও অনেকে।

সর্বশেষ - সারাদেশ